Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিরলের আদিবাসী ১৭ টি কোড়া পরিবারের খোঁজে টিআইবি’র চেয়ারম্যান সুলতানা কামাল

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ৪:৩০ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র হালজায় ঝিনাইকুড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আদিবাসী পল্লীর ১৭ টি কোড়া পরিবারের জীবন মানের খোঁজ খবর নেন, টিআইবি’র চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার কর্মী সাবেক তত্বাবোধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। শনিবার সকালে দারুণ কুয়াশা ও তীব্র শীত অপেক্ষা করে তিনি বিলুপ্তির পথে এই কোড়া সম্প্রদায়ের ১৭টি পরিবারের খোঁজে ছুটে আসেন। এসময় তিনি কোড়াদের বিরোধীয় জমি পরিদর্শন ও জীবন মান নিয়ে কোড়াদের সাথে একান্ত ভাবে কথা বলেন। তাঁর সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মির্জা তসলিমা সুলতানা, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবাধিকার কর্মী চিত্ত ঘোষ, বিরল থানার অফিসার ইনচার্জ নাসিম হাবিব, প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার, সিডিএ’র ম্যানেজার কামরুজ্জামান, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম, ইউপি সদস্য রাজা দশরত, উপজেলা ক্ষুদ্র ও নৃত্তাত্বিক জনগোষ্ঠি (আদিবাসি) সমিতির সভাপতি হারুণ এক্কা, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী, ধর্ম্মপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টার ও স্থানীয় কোড়া সম্প্রদায়ের নেতা কৃষ্ণ কোড়া। এছাড়া প্রমূখও উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ