Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আউট হয়েও নট আউট ইমরুল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মাশরাফি বিন মর্তুজা যখন ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, ইমরুল কায়েস তখন সামনেই বসা। নিশ্চিত আউট থেকে খেলোয়াড়ি মনোভাব দেখিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছেন। মাশরাফি মজা করেই বললেন ‘ইমরুল তো পরে ধন্যবাদও দেয়নি’। ওখানেই তাৎক্ষণিকভাবে ধন্যবাদ দিয়ে দেন ইমরুল। আসল ঘটনা ইনিংসের চতুর্থ ওভারে। যেখান থেকে সুযোগ পেয়ে পরে ইমরুল খেলেন ম্যাচ জেতানো ইনিংস।

গতকাল দ্বিতীয় পরস্তে শুরু হওয়া বঙ্গ বন্ধু বিপিএলে ঢাকা পর্বের শুরু দিনের ঘটনা। চতুর্থ ওভারে মেহেদী হাসানের বলে রক্ষণাত্মক খেলে বল সামনে ঠেলে দিয়েছিলেন ইমরুল কায়েস। ফলো থ্রুর মোশনে তার শরীর চলে গিয়েছিল ক্রিজের বাইরে। পরে ক্রিজে না ঢুকেই বল ডেড হয়েছে ভেবে ব্যাট দিয়ে পিচ টুকতে থাকেন। এরমধ্যে ফিল্ডার মুমিনুল হক বল ধরে ভেঙে ফেলেছেন স্টাম্প। আম্পায়ারও তুলে ফেলেছিলেন আঙুল। নিয়ম অনুযায়ী আউটই হন ইমরুল। তখন ২ রানে থাকা ইমরুলকে এভাবে ফেরাতে চায়নি ঢাকা প্লাটুন। ম্যাচ শেষে সেটাই জানালেন অধিনায়ক মাশরাফি।
২ রানে জীবন পাওয়া ইমরুল পরে ৫৩ বলে করেন ৫৪ রান। ১২৫ রান তাড়ায় যা হয়ে উঠে সবচেয়ে দামি ইনিংস। ইমরুলের ব্যাটেই ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে আসা ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফির কাছে অবধারিতভাবেই গেছে ইমরুলের রান আউট থেকে বেঁচে যাওয়া প্রসঙ্গ।

প্লাটুন অধিনায়ক মাশরাফি বললেন নিয়ম অনুযায়ী আউট পাওয়ার কথা জেনেও সে পথে যাননি তারা, ‘সত্যি কথা বলতে এটা ফিল্ডিং দল আউটটা নিতে পারে। ইমরুল শ্যুড লার্ন দ্য ম্যানারস, ও কিন্তু ধন্যবাদও বলেনি (হাসি)।’ মাশরাফির কথার মাঝেই তখন তাকে ধন্যবাদ জানান ইমরুল। মাশরাফি জানান ক্রিকেটীয় নিয়ম অনুসরণ করলে ইমরুলকে তখনই ফেরাতে পারতেন তারা। কিন্তু সুন্দর দেখায় না বলে এমন আউট নিতে চাননি তারা, ‘কিন্তু ক্রিকেটিং পথে এগিয়ে গেলে থার্ড আম্পায়ার আউট দিতে পারত। আমার মনে হয় তামিম খেলছে, আমি খেলছি এরকম আউট নিব এটা ভালো দেখায় না।’

এবারের বিপিএলে ৮ ম্যাচে তিন ফিফটিতে ২৮৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে আছেন ইমরুল। ইমরুলের এমন ছন্দও বেশ বাহবা পাচ্ছে মাশরাফির, ‘ইমরুল প্লেয়ার নিয়ে তো সন্দেহ নাই। ধারাবাহিকতা প্রথম থেকেই আছে। যেটা খুব ভালো। একটা ব্যাটসম্যান এ লেভেলেই থাকুক রান করলে আত্মবিশ্বাস থাকে। আজকে (গতকাল) যেভাবে খেলেছে দায়িত্ব নিয়ে খেলেছে। আশা করি পরে বাংলাদেশ দলে সুযোগ পেলে এরকমই খেলবে।’

মাশরাফির কথায় আশাবাদী হয়ে উঠেছেন এই ওপেনার। তবে দলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে এই মুহূর্তে কেবল নিজের কাজটা ঠিকভাবে করাতেই মনযোগ দিচ্ছেন ইমরুল, ‘আমি যে টি-টোয়েন্টি খেলব সেটা তো আমি নিজে বলতে চাই না। আমি যেখানেই খেলি, আমার কাজটা করার চেষ্টা করছি। বিপিএল, প্রিমিয়ার লিগ বা যেখানেই খেলি, আমি পারফর্ম করার চেষ্টা করব। কখনো সফল হব, কখনো বিফল হব। সব সময় একটা খেলোয়াড় সফল হতে পারে না। আমি সেভাবে টার্গেট করে খেলতে চাইছি না যে এখানে ভালো খেললে আমি জাতীয় দলে ডাক পাব। আমি কাজ করে যাই, তারা (নির্বাচকরা) যদি মনে করেন, আমাকে দিয়ে কাজ হতে পারে, তাহলে আমাকে অবশ্যই ডাকবে। না ডাকলে সমস্যা নাই।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ