মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরিকত্ব আইন ও এনআরসির পর এবার ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার এনপিআর নিয়েও কেন্দ্রকে খোঁচা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির। তিনি এনআরসি ও এনপিআর একই মুদ্রার দুটি পিঠ বলেও কটাক্ষ করেন।
একের পর এক টুইটে কেন্দ্রীয় পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছেন হায়দরাবাদের এই সংসদ সদস্য। ওয়েইসি টুইটে এনআরসি ও এনপিআর নিয়ে নিজস্ব মতামত ব্যাখ্যা করেছেন।
উল্লেখ্য, ইতোমধ্যেই এনপিআরের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার আপডেটের জন্য টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশেই ছাড়পত্র দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এনপিআর নিয়ে কেন্দ্রের তৎপরতার পরপরই কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন ওয়েইসি। টুইটে তিনি লেখেন, ‘এনপিআর হল ভারতীয় নাগরিকদের জাতীয় নিবন্ধের প্রথম পদক্ষেপ। এটা দেশব্যাপী এনআরসি’র অপর নাম। এনপিআর এবং এনআরসি’র মধ্যে যোগসূত্র বোঝা গুরুত্বপূর্ণ’।
ওয়েইসির অভিযোগ, ভারত সরকার ‘গোপনে’এনআর মাধ্যমে এনআরসি বাস্তবায়ন শুরু করেছে। ‘দেশব্যাপী এনআরসি করা শুরু হলে প্রতিটি ভারতীয় সমস্যায় পড়বেন। এখানে পাঁচ শতাংশ লোকেরও পাসপোর্ট নেই। তিনি কীভাবে নাগরিকত্ব প্রমাণ করতে পারেন এবং কে তা সিদ্ধান্ত নেবে’?
ওয়েইসি বলেন, ‘কী জন্য এক লাইনে দাঁড়াতে হবে একশো কোটি মানুষকে। কল্পনা করতে পারেন? এনপিআর হল ভারতীয় নাগরিকদের জাতীয় নিবন্ধের প্রথম পদক্ষেপ, যা দেশব্যাপী এনআরসি’র অপর নাম।’
একই সঙ্গে এনআরসি নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দু’রকমের মন্তব্যের জন্য তুলোধুনো করেন ওয়েইসি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে ব্যাখ্যা করতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে মিথ্যা বলেছেন কিনা। অমিত শাহ বলেছিলেন এনআরসি কার্যকর হবে। এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আসামে এনআরসি কার্যকর করা হয়েছিল। দেশজুড়ে এনআরসি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই।’
গত রোববার দিল্লির রামলীলা ময়দানের সভায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এনআরসি সংসদের সামনে আনা হয়নি। এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনাও হয়নি। এরই পাশাপাশি দেশবাসীকে আশ্বস্ত করে মোদি আরও বলেন, ‘১৩০ কোটি ভারতবাসীকে আশ্বস্ত করতে পারি যে ২০১৪ সাল থেকে যখন আমাদের সরকার গঠন হয়েছিল, তখন এনআরসি শব্দটি সরকারি বৈঠকে আসেনি’। সূত্র : ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।