মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ দিল্লির একটি ছোট্ট কোণে কর্মজীবী মানুষের বসবাস। বিস্তারে এটি আধামাইল হবে। রাজধানীর কাছের একটি উপশহরের পাশেই ছয় লেনের মহাসড়ক। গত ১০ দিন ধরে এই সড়কটি অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। রাস্তাজুড়ে অবস্থান করে আছেন কয়েকশ নারী-পুরুষ। নারীদের পরনে বোরকা। সঙ্গে শিশুরাও। বর্ণবাদী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শাহিনবাগের রাস্তা দখল করে বসে আছেন তারা। এ আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত ১২ ডিসেম্বরে শুরু হয় এই ক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ কখনও কখনও সহিংসতায়ও রূপ নিচ্ছে। এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু শাহিনবাগের বিক্ষোভ একেবারেই শান্তিপ‚র্ণ। জটিল নেটওয়ার্কের মতোই শতাধিক লোকের একটি স্বেচ্ছাসেবী দল পালাক্রমে এতে কাজ করেন। বিক্ষোভ নিয়ন্ত্রণ, খাদ্য, বিছানা ও ওষুধসহ সবকিছু সরবরাহ করছেন তারা। মুসলমান অধ্যুষিত অঞ্চলটির একপাশে বিশাল মহাসড়ক। এই সড়কেই বিক্ষোভে অংশ নিয়েছেন একাধিক দল ও উপদল। তাবিশ কামার নামে একজন ব্যাংকার চারজনের একটি নিরাপত্তা দল চালান। দিনে অফিসে থাকেন, রাতে বিক্ষোভে কাটান। আর প্রকৌশল বিদ্যার শিক্ষার্থী ওয়াহিদ রেজা দুই থেকে তিনশতাধিক লোকের দায়িত্বে। বিক্ষোভকারীদের দুপুর ও রাতের খাবারের আয়োজন করেন তিনি। খাবারের তালিকায় রয়েছে প্লেটভর্তি গোশত ও বিরিয়ানি। পড়াশোনা থেকে বর্তমানে এই শিক্ষার্থী ছুটিতে রয়েছেন। তিনি বলেন, কেউ যাতেক্ষুধার্ত না থাকেন, সেটি নিশ্চিত করাই আমার কাজ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।