Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নাচোল খাদ্য গুদামে ৭টন ধান জব্দ সহ ২ ব্যক্তি আটক

বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য গুদামে অবৈধ ভাবে ধান প্রদানের অভিযোগে দুই ট্রলি ভর্তি ৭ টন ধান জব্দসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারি নিয়মানুযায়ী খাদ্য গুদামে সংগৃহীত ধানের আর্দ্রতা ১৪.০০ থাকলেও জব্দকৃত ধানের তাপমাত্রা ছিল ১৬.৮। ২৫ ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা এক অভিযান চালিয়ে দুইটি ট্রলি ভর্তি ৭ টন ধানসহ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর-রশিদ, উপজেলা তথ্যপ্রযুক্তি সহকারি প্রোগ্রামার সোহেল রানা। আটক ব্যক্তিরা হলো উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহীদ স্মৃতি বকুলতলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক দেলোয়ার হোসেন ও নাচোল উপজেলা খাদ্যগুদামের নিরাপত্তাপ্রহরী ইসারুল হক। এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, সরকারি আদেশ অমান্য করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পন্থায় খাদ্যগুদামে ধান ঢোকানোর অপরাধে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দাপ্তরিক বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে অভিযানকালে উপজেলা খাদ্যবিভাগের কোন কর্মকর্তাকে উপস্থিত পাওয়া যায়নি। তবে অভিযানের শেষদিকে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ওসি.এল.এসডি মনিরুজ্জামান হন্তদন্ত অবস্থায় উপস্থিত হয়ে প্রথম বারের মত ক্ষমা চেয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুরোধ জানান। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ১টন করে ধান সংগ্রহ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ