Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনব কায়দায় আলুর বস্তায় ফেন্সিডিল বহনের সময় নওগাঁয় দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৫:৩৬ পিএম

আলুর বস্তার মধ্যে তুলা জড়িয়ে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের কাঁঠাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিনপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (৩৮) ও ইয়াকুব আলীর ছেলে আহসান হাবিব (৩৫)। নওগাঁ পুলিশ সুপার মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম দুপুর ২টায় ডিবি অফিসে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

এসময় পুলিশ সুপার মো: আব্দুল মান্নান মিয়া বলেন, অভিবনব কায়দায় মাদক ব্যবসায়ীরা আলুর বস্তার মধ্যে তুলার সাথে জড়িয়ে মাদক বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা শহরের কাঁঠাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভ্যানের উপর রাখা বস্তার ভেতরে তুলায় জড়ানো অবস্থায় ৪০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সেই সাথে দুই মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেন ও ইয়াকুব আলীকে আটক করা হয় এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে আরো ১ হাজার ১৭৫ পিচ ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ডিবি অফিসার ইনচার্জ কেমএম শামসুদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ