Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পররাষ্ট্র, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ সচিবের ভারত সফর বাতিল : জেআরসি বৈঠকও বাতিল

মোবায়েদুর রহমান | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারত এবং বাংলাদেশের মাঝে আসলে কি হচ্ছে তা নিয়ে বাংলাদেশ ও ভারতের এক শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষক ধোঁয়াশার অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একাধিকবার শীতল অভ্যর্থনা, একের পর এক মন্ত্রী পর্যায় বা সচিব পর্যায়ের বৈঠক বাতিল- এগুলোর কোনো পরিস্কার ও স্বচ্ছ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সরকার যে ব্যাখ্যা দিচ্ছে তা মোটেই যথেষ্ট নয়। বিগত ১০ বছর ধরে প্রায় সব কিছু দিয়ে বাংলাদেশ ভারতকে যেভাবে খুশি করেছে তারপর বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি এই ধরণের উপেক্ষার কোনো কারণ খুঁজে পাওয়া যায়না। অনেক সময় একটি দেশ যখন আন্তর্জাতিক বিধির পরিবর্তন করে তখন সম্পর্কে শীতলতা বা উষ্ণতা দেখা যায়। পৃথিবীর এক নং এবং একমাত্র পরাশক্তি আমেরিকা বাংলাদেশের প্রতি সন্তুষ্ট নয়, সে কথা যখন হিলারী ক্লিন্টন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন থেকেই মানুষ জানে। সেটা জানা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলো। তার কারণ, বাংলাদেশ ভারতীয় বলয়ে থাকুক, সেটা আমেরিকা মেনে নিয়েছিলো। কারণটা সকলেই জানেন। সেটি হলো ‘চীন ফ্যাক্টর’। আটলান্টিকের ওপারে থেকে অর্থাৎ সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে এসে আমেরকিার পক্ষে চীনকে কনটেইন করা অসম্ভব না হলেও বেশ কষ্টকর ব্যাপার, এটা সকলেই বুঝবেন। তাই আমেরিকার কৌশল ছিলো, ভারতকে সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী করে চীনের বিরুদ্ধে বুলওয়ার্ক হিসাবে ব্যবহার করা।

বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ পর্যন্ত আমেরিকার ঐ স্ট্র্যাটেজি ঠিকঠাক মতোই চলছিলো। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বেলায় আমেরিকার ঐ পলিসিতে টান পড়ে। এর জন্য ভারত দায়ী। কারণ, ভারত ‘গাছেরটাও খাবো, আবার তলারটাও কুড়াবো’ এই নীতি শুরু থেকেই অনুসরণ করে আসছিলো। আমেরিকা এবং ইসরাইলের সাথে হবনবিং করেও রাশিয়ার সাথে সর্বোচ্চ সামরিক সম্পর্ক ভারত চালিয়ে যাচ্ছিলো। অন্যদিকে চীনের সাথেও ভারত সম্পর্ক নষ্ট করতে রাজী নয়। বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি ছিলো, ‘বাংলাদেশ কেয়ার অব ইন্ডিয়া।’ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই নীতি পুনর্বিবেচনা করেন। অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে, যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাববলয় বৃদ্ধির ক্ষেত্রে চীন যতটা এগিয়ে গেছে, আমেরিকা ততটা এগুতে পারেনি। তাই আমেরিকা এখন চাচ্ছে, বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্ক গড়ে তুলবে, ভায়া ইন্ডিয়া নয়।

কারণটা যাই হোক না কেন, আমেরিকার সাথে সম্পর্ক উন্নত করতে না পেরে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে চলেন। এই বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ যোগদান করলে অন্ততঃ ২০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আশ^াস পায়। একত্রে এরকম টোপ বাংলাদেশের সামনে বিগত ৪৭ বছরে আর আসেনি। বাংলাদেশ চীনের রোড ইনিশিয়েটিভে জয়েন করে। চীন ভারতকেও জয়েন করার আবেদন জানায়। কিন্তু এশিয়ায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের এই প্রকল্পে যোগদান করতে ভারত অস্বীকৃতি জানায়। বিশেষ সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশ এই প্রকল্পে যোগদানের জন্য ভারতকে অনুরোধ করে।

॥দুই॥
বাংলাদেশ তার সামরিক বাহিনী শক্তিশালী করার উদ্যোগ নেয়। বাংলাদেশের সামরিক বাহিনীর তিন পক্ষের মধ্যে নৌবাহিনী ছিলো সবচেয়ে দুর্বল। এদিকে লক্ষ্য রেখে বাংলাদেশ চীন থেকে দুইটি সাবমেরিন ক্রয় করে। সামরিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞগণ মনে করেন, চীনের নিকট থেকে সাবমেরিন ক্রয় ভারত ভালো চোখে দেখেনি। এটি যে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব বুঝতে পারেনি তা নয়। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ চীন ও ভারতের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। এটি অত্যন্ত কঠিন কাজ, যেটি বাংলাদেশ সাফল্যের সাথে করতে পেরেছে বলে মনে হয় না। ভারত বাংলাদেশে এমন একটি সরকার চায়, যে সরকার ডাইনে, বাঁয়ে তাকাবে, সেটা ভারত বরদাস্ত করতে রাজী নয়।

বাংলাদেশের বর্তমান সরকার ভারতের ভৌগোলিক সংহতির জন্য যে কাজ করেছে, পূর্ববর্তী ৩০ বছরে কোনো দেশ বা সরকার সেটা করেনি। উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে চলেছে বিচ্ছিন্নতা বা স্বাধীনতার সংগ্রাম। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহায়তায় সেই বিচ্ছিন্নতাব বা স্বাধীনতার সংগ্রাম ভারত দমন করেছে। ফলে ভারত উত্তর পূর্ব ভারতে ইতোপূর্বে যে ৪ লক্ষ সৈন্য মোতায়েন রাখতো সেটা আর রাখতে হচ্ছে না। এই ৪ লক্ষ সৈন্যকে ভারত চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছে। এছাড়া ভারত ৬০ বছর ধরে প্রথমে পাকিস্তান সরকার এবং পরে বাংলাদেশ সরকারকে উত্তর-পূর্ব ভারতের জন্য পণ্য পরিবহনের জন্য ট্রানজিট বা করিডোর এবং চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দর ব্যবহার করার অনুরোধ করে আসছিলো। কেউ ভারতের অনুরোধে সাড়া দেয়নি। কিন্তু বর্তমান সরকার ট্রানজিট এবং বন্দর দুটোই ভারতকে দিয়েছে। ফলে ভারতের পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের দূরত্ব এবং খরচ দুই তৃতীয়াংশে কমে গেছে।

॥তিন॥
এত কিছু পেয়েও ভারত সন্তুষ্ট নয়। সে চেয়েছে বাংলাদেশ সরকার যেন সম্পূর্ণভাবে ভারতের করতলগত থাকে। তাই বাংলাদেশ যখন চীনের দিকে তাকায় তখন ভারত নাখোশ হয়। এগুলো তো ছিলো ভারতের অসন্তুষ্টির পয়েন্ট। কিন্তু ভারত যখন গত কয়েকমাস ধরে নাগরিক পঞ্জি নিয়ে এগিয়ে গেছে এবং সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করেছে তখন সেই দুইটি পদক্ষেপ বাংলাদেশকে এ্যাফেক্ট করেছে। কূটনৈতিক সূত্র মোতাবেক, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হয় তখন সেই অধিবেশনের সাইড্ লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের অসন্তোষ ভারতকে জানিয়ে দেন। এর পরিণতিক কী হয়েছে, সেটি সঠিক জানা যায়নি। কিন্তু গত অক্টোবরে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যান তখন তাঁকে বিমান বন্দরে প্রধানমন্ত্রীতো দূরের কথা, কোনো ক্যাবিনেট মন্ত্রীও রিসিভ করেননি। তৎসত্ত্বেও পর্যবেক্ষক মহলের মতে, ভারতের অসন্তোষ দূর করার জন্য বঙ্গোপসাগরে নজরদারী করার জন্য বাংলাদেশ সরকার ভারতকে ২০টি রাডার বসানোর অনুমতি দেয় এবং ত্রিপুরার মানুষের সুপেয় পানি সরবরাহের জন্য ফেনী নদী থেকে পানি উত্তোলনের অনুমতি দেয়।

এরপরেও বাংলাদেশ ভারতের মন গলাতে পারেনি। তাই সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট ম্যাচ দেখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কলকাতা যান তখন শুধুমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জ্ঞাপন করেন। ভারতের কোনো কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও তাকে বিমান বন্দরে রিসিভ করেননি।

॥চার॥
এই পটভূমিতে পর্যবেক্ষক মহল বিচার করছেন বাংলাদেশের দুইজন মন্ত্রী এবং একজন সচিবের ভারত সফর বাতিলকে। চলতি মাসেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ভারত মহাসাগরীয় সন্মেলনে যোগদানের কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এই সফর বাতিল হয়। সফর বাতিলের কারণ হিসাবে বলা হয় যে, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের কাজে ব্যস্ত থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারতে অনুষ্ঠিতব্য ঐ সন্মেলনে যেতে পারছেন না। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর শিলংয়ের একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিলো। শিলংয়ের ঐ অনুষ্ঠানটি ছিলো বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। শিলংয়ের মূখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন।

এতগুলো ঘটনা ঘটার পর এমাসেই দেখা গেলো বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বাতিল করা হয়েছে। বৈঠক বাতিলের কোনো কারণ দর্শানো হয়নি। শনিবার এই কলাম লেখার সময় একটি টেলিভিশন চ্যানেলে খবর দেখা গেলো যে, ২০ এবং ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলা-ভারত-নেপাল সচিব পর্যায়ের বৈঠকেও বাংলাদেশের মন্ত্রী যাচ্ছেন না। ফলে সেই বৈঠক বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকার যতই বলুক, ভারত আশ^াস দিয়েছে যে, বাংলাদেশের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তারপরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঝিনাইদহ সীমান্ত দিয়ে ২৫০ জন মুসলমান ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিলো। তাদের ৫০ জনকে আটক করা হয়েছে। নাগরিক পঞ্জির অতিরিক্ত ২০ লক্ষ লোককে কি করবে ভারত? সেই নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে। ওদের ভাষায়, বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারী(?) ভারতে প্রবেশ করেছে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের মত আর মধুর বলে মনে হয় না।
[email protected]

 

 



 

Show all comments
  • Mehedi Hasan Khan ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২ এএম says : 0
    আমরা এখানে যতো লেখালেখি করি ভাই তাতে কোনো লাভ নাই ভারত বিরোদি আন্দোলনজনিত কারনে (আবরার ফাহাদ ভাই জীবন দিছে) আমাদের সরকার কি করলো রাডার ও ফেনি নদির পানি চুক্তি করে। আমাদের নিয়ে তাদের কোনো মাথাব্যথা নাই। দেশ নিয়ে তাদের কিছু জায় আসেনা ক্ষমতায় থাকা নিয়ে বিষয় তা ভারতের পা চেটে হলেও লাগলে বিড়াল হয়েও। নিজের দেশে ভারতের রাডার বসায় কতটা বিবেক হিন ।
    Total Reply(0) Reply
  • Mubarak Hossen Sobuj ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২ এএম says : 0
    ভারত কোন বাঘ বা ভাল্লুক নয়,তেল মারা বন্ধ করুন,দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করুন।১২ লক্ষ রোহিঙ্গা ঢুকেছে,সুযোগ পেলে কোটি লোক বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠাবে ভারত।
    Total Reply(0) Reply
  • Md Mohiuddin Siddique ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    এখন ভ্রমণ ভিসায় ও মেডিকেল ভিসায় বাংলাদেশীদের ভারত ব্যতীত অন্য দেশে যাওয়া উচিত। আর বাংলাদেশ সরকারের উচিত একতরফা বন্ধুত্ব ত্যাগ করে ওয়ার্কপারমিটওয়ালা ও ওয়ার্কপারমিটবিহীন বা অবৈধ লক্ষ লক্ষ ভারতীয়দের বাংলাদেশ ত্যাগে বাধ্য করা।
    Total Reply(1) Reply
  • Suvrota Roy ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    বাংলাদেশ সরকারের উচিত ইস্কনকে নিষিদ্ধ(Ban) করা। কারণ- (১) ইস্কনের মতে- যারা মাছ, মাংস খায়, তাদের হাতের ছোঁয়া লাগা খাবার খাওয়া পাপ। অর্থাৎ ইস্কন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে অস্পৃশ্যতা ছড়াচ্ছে। (২) ইস্কনের বইপত্রে আমিষ আহারকারীদের অসুর, যবন, পশু, ম্লেচ্ছ প্রভৃতি নামে গালিগালাজ করা হয়েছে। অর্থাৎ ইস্কন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে।
    Total Reply(0) Reply
  • Ashraf Uzzaman ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    ভারত কখনো বাংলাদেশ বন্ধু হতে পারে না। এটা যখন গাধারা বুঝতে পারবে তখনই বাংলাদেশ সঠিক পথে চলবে।
    Total Reply(0) Reply
  • Mizanur Rohaman ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    এরা দেরীতে হলে বুজতে শুরু করেচে অন্যের জোরো ক্ষমতায় তাখা গেলেও ক্ষমতার শক্তি তাকে না লবন চাড়া ঘি অার শক্তি চারা ক্ষমতা একিরকম ক্ষমতার তাখার চিন্তা না করে দেশের জন্য বাবুক তরা চিরকালের জন্য ক্ষমতাদর হয়ে পৃথিবীতে বেচেতাকবে সত্য কখনো ডুবেনা।
    Total Reply(0) Reply
  • Md Ibrahim Masum ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    একদিন যখন সবাই বুঝবে,কিছু মানুষের ক্ষমতার লোভ দেশ পরিপূর্ণ শেষ।তখন আফসোস করে লাভ নাই।
    Total Reply(0) Reply
  • সাইফ ২৪ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৯ এএম says : 0
    যে জাই বলুন ভাই, সব দোষ কিন্তু আমাদের সরকারের ছেয়ে বেশী। কারনঃ ইন্ডিয়ান টিভি চ্যানেল সরকার একা দেখেনা গ্রামে গঞ্জে হিন্দি চ্যানেল ২৪ ঘন্টা চলছে তা আপনি আমি সবাই দেখি, পন্য কেনার সময়, যদি দেশিটা ছান তবে ছলে বলে কৌশলে দোকান দার ইন্ডিয়ানটাই আপনাকে দেবে। যেটা আমার সাথে হয়েছে। বাংলাদেশীরা একক সংখ্যা গরিষ্ট ভারত সফরে, সবশেষে আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করি, জেগেঊঠি স্বদেশ প্রমে, ভারতীয়ই নয় বিদেশী পন্য ত্যাগ করি মনে রাখতে হবে,দেশ আমাদের আমাদেরকেই জেগে উঠতে হবে। ***জাগো বাহে কন্ঠে সবে****
    Total Reply(0) Reply
  • jack ali ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০ পিএম says : 0
    These government betrayed with our independent--- they are enemy of our beloved country.... we must be united under one banner which is Islam... Only Islam can protect our independent..
    Total Reply(0) Reply
  • Md.raihan uddin ২৪ ডিসেম্বর, ২০১৯, ৪:৩৬ পিএম says : 0
    ভারত বাংলাদেশের প্রধান শত্রু, সেটা বর্তমান বহির্বিশ্বের রাজনৈতিক সিদ্ধান্ত গুলো পর্যবেক্ষণ করলে উপলব্ধি করতে পারবেন। ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অপূরণীয় ক্ষতি হচ্ছে আমাদের।
    Total Reply(0) Reply
  • Md amran Hossain ২৫ ডিসেম্বর, ২০১৯, ৮:২৬ এএম says : 0
    ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কখনই টানা পডেনি যখন বি এন পি সরকার ছিল তখন মধ্যস্ততার সম্পর্ক ছিল যার দ্বারায় ক্ষতিও হয়না আবার বেশী লাভও হয়না আমরা এটাই চাই , ধন্যবাদ।।।।ইনকিলাব।।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত সফর

৫ সেপ্টেম্বর, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন