নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের শেষের দিকে দলের দায়ীত্ব নিয়ে ভালোই এগুচ্ছিলেন। বাংলাদেশ সফরেও দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারই। কিন্তু নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মর্গ্যান। তবে আসন্ন ভারত সফরে তাকে অধিনায়ক হিসেবে পাওয়া যাবে বলে আশা করছেন ইংল্যান্ডের নির্বাচক জেমস হুইটেকার। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে মরগান দুর্দান্তভাবে দায়িত্ব পালন করেছে। গত কয়েক বছরে সে ভালোভাবেই নেতৃত্বের ভিত গড়ে দিয়েছে। আমি প্রত্যাশা করবো ভারত সফরে সে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।’
পাশাপাশি বাংলাদেশ সফরে মর্গ্যান নিজেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি হতাশাজনক অ্যাখ্যা দিয়েছেন হুইটেকার বলেন, ‘আসলে বিষয়টি কিছুটা হতাশানজক। কারণ সে সুযোগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।’
নিয়মিত অধিনায়ক না থাকায় বাংলাদেশ সফরে দায়িত্ব পালন করবেন এতদিন ধরে ডেপুটি হিসেবে দায়ীত্ব পালন করে আসা জস বাটলার। এই দায়িত্বকে অন্তবর্তী হিসেবেই দেখছেন ইংল্যান্ডের এই নির্বাচক, ‘ইংল্যান্ডের ওয়ানডে দলের জন্য এউইনই ঠিক আছে। আমি আশা করবো, সে যখন ফিরবে তখন দায়িত্ব বুঝে নেবে।’ জস বাটলারের ডেপুটির নাম এখনো ঘোষনা করা হয়নি। এই পদে বেন স্টোকসকে দেখতে পাওয়ার সম্ভবনাই বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।