Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পর্কে উষ্ণতা আনতে নেপালি প্রধানমন্ত্রীর ভারত সফর

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে ভারত সফরের মধ্যদিয়ে গত শুক্রবার প্রথমবার বিদেশ সফর শুরু করেছেন পুষ্পকমল দাহাল প্রচন্ড। এদিন তাকে রাজকীয় সংবর্ধনাও দেয় ভারত। সিপিএন (মাওয়িস্ট সেন্টার) দলের প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ড সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। তার পূর্বসূরি সিপিএন (ইউএমএল) কেপি শর্মা ওলির শাসনে ভারত-নেপাল সম্পর্ক অবনতির দিকে গিয়েছিল। পাশাপাশি চীনের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়িয়েছিল তার সরকার। এরপর ওলি সরকারের পতন হলে প্রচন্ড প্রধানমন্ত্রী হয়েই দিল্লি-কাঠমা-ু সম্পর্কে উষ্ণতা আনতে চার দিনের দিল্লি সফর শুরু করলেন। প্রচন্ডের চলতি সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে রেলপথ উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চীনের প্রতি বার্তা দিতেই নেপাল-ভারত রেলপথ সম্প্রসারণের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানা গেছে। ইনডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পর্কে উষ্ণতা আনতে নেপালি প্রধানমন্ত্রীর ভারত সফর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ