মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেটে যা-ই ঘটুক না কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত হতেই হবে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্প সেখানে অব্যাহতি পাবার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। কিন্তু হাউজ স্পিকারও জোরালোভাবে বলেছেন, প্রেসিডেন্ট যে সংখ্যাগরিষ্ঠতার জোরে এ যাত্রায় টিকে যাবেন বলে মনে করছেন তা ভুল প্রমাণিত হবে। এদিকে, প্রেসিডেন্টকে আগামি ৪ ফেব্রুয়ারি ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন স্পিকার। তিনি লেখেন, ‘সাংবিধানিক বাধ্যবাধতকার কারণে আপনাকে আপনি ওই ভাষনের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আপনি যথাযথভাবে সাড়া প্রদান করবেন। এজন্য আপনাকে আগাম ধন্যবাদ।’ ডেমোক্র্যাট নেতা ও আগামী নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্ব›িদ্ব জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের ব্যাপারে একটি দুর্নীতির তদন্ত শুরু করতে তিনি ইউক্রেনকে চাপ দেন বলে অভিযোগ ওঠে। ইউক্রেন রাজি না হওয়ায় তিনি দেশটির সামরিক সহায়তা আটকে দেন। কংগ্রেস ৪০ কোটি ডলারের এই সহায়তা অনুমোদন করেছিল। তিনি ইউক্রেনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে একটি বৈঠকও বাতিল করে দিয়েছিলেন। একারণে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে ডেমোক্র্যাট অধ্যুষিত প্রতিনিধি পরিষদ। ভোটাভুটির মাধ্যমে ট্রাম্প সেখানে অভিশংসিত হন। অভিশংসনের বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য প্রতিনিধি পরিষদকে অবশ্যই আর্টিকেলটি সিনেটে পাঠাতে হবে। কিন্তু ১০০ আসনের সিনেটে ৫৩ জন রিপাবলিকান সদস্য রয়েছেন। প্রেসিডেন্টকে বিচারে দোষী সাব্যস্ত করে তার পদ থেকে সরাতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।