প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তৃতীয় বিয়ে করে বেশ উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী ন্যানসি। এতদিন স্বামীর সঙ্গে তার ছবি প্রকাশ করেননি। সম্প্রতি তাদের একসঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ছবি পোস্ট করে ন্যানসি লিখেন, আমি হাজার কথার মালা গেঁথে চেয়ে আছি শুধু তোমারই পথে, জানি আমার কাছেই তুমি এখনই আসছো...তুমি তো এখন আমারই কথা ভাবছো। তার এই উচ্ছ্বসিতমূলক পোস্টে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। তৃতীয় বিয়ে করার আগে ন্যনসি বলেছিলেন, আগের দুই বিয়ে করার সময় তার গায়ে হলুদ করা হয়নি, বউ সাজা হয়নি, এমনকি তাদের বিয়ের কোনো ছবিও ছিল না। এ নিয়ে তার আফসোস ছিল। ফলে তৃতীয় বিয়েটি তিনি ঘটা করে করতে চেয়েছেন। ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। শিঘ্রই আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানা গেছে। ন্যানসি বলেছিলেন, বিয়ে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই লুকোচুরি করেননি। সবসময়ই খোলাখুলিভাবে সবাইকে জানিয়েছেন। তবে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন নেই। উল্লেখ্য, ন্যানসি পারিবারিকভাবে গীতিকার মোহসিন মেহেদীকে বিয়ে করেছেন। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) তিনি। বিয়েতে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।