Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাধ্য হয়ে ফেসবুক ছেড়েছি-ন্যান্সি

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী নতুন গান ও টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ন্যান্সি বলেন, করোনার কারণে এতদিন শো তেমন আয়োজন হয়নি। এখন ধীরে ধীরে হচ্ছে। আমিও শুরু করেছি। সচেতন থেকে কাজ করার চেষ্টা করছি। তাছাড়া টিভি অনুষ্ঠান করছি। নতুন গানের রেকর্ডিংও করছি। কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছি। এরমধ্যে একক ও দ্বৈত কন্ঠের গান আছে। তাছাড়া চলচ্চিত্রের গানের কথাবার্তা চলছে। এছাড়া পুরোনো কিছু গান নতুনভাবে প্রকাশ করা হবে। তিনি বলেন, খ্যাতিমান শিল্পীদের সিনেমায় গাওয়া জনপ্রিয় গান আমি গাইছি। অন্তত ১০টি গান থাকবে। রেকর্ডিংয়ের কাজও শুরু হয়েছে। রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিনসহ দেশবরেণ্য শিল্পীদের গাওয়া গান কন্ঠে তুলছি। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। খুব ভালো লাগছে গাইতে। অনুপম মিউজিকের ব্যানারে গানগুলো বাজারে আসবে। এদিকে ন্যান্সি সঙ্গীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় গত ৩১ ডিসেম্বর আদালতের সমন পেয়েছেন আসিফ। গত বছরের ১০ জুলাই ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ন্যান্সি। অভিযোগে উল্লেখ করেন, আমার গাওয়া কিছু গানের অনুমতিবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে স্বত্ব বিক্রির বিষয়ে আমি আপত্তি জানালে আমার প্রতি জেদ পোষন করে আসিফ আকবর। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছে। মামলায় হাজিরা দিতে আসিফ ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ যাবেন। তবে ঐ দিন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ন্যান্সি সিলেটের একটি অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে জানা গেছে। মামলা প্রসঙ্গে ন্যান্সি বলেন, আইন তার গতিতে চলবে। এ বিষয়ে আসলে আর কিছু বলতে চাই না। এদিকে স¤প্রতি ফেসবুক ত্যাগ করেছেন ন্যান্সি। কারণ সম্পর্কে তিনি বলেন, আপত্তিকর মন্তব্য নিতে সহ্য করতে পারছিলাম না। এ কারণে ফেসবুক ছেড়েছি। শুধু আমি নই, ফেসবুকে আমাদের দেশের কোনো নারী তারকা ছবি পোস্ট করলে সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা মেনে নেয়া কঠিন। তারা সংখ্যায় এত যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কঠিন। তাই বাধ্য হয়ে ফেসবুক ছেড়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যান্সি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ