নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে পানি ঘোলা হয়েই যাচ্ছে। পাকিস্তান সফরে যেয়ে টাইগাররা শুধু টি-টোয়েন্টি খেলবে নাকি টেস্টও খেলবে তা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারষ্পারিক সমঝোতা এখনো হয়নি। তার সঙ্গে এখন দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। নিরাপত্তার কথা বিবেচনা করে এক ভেন্যুতেই সফর শেষ করতে নতুন করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (কিসিবি)।
গত ক’দিন আগে এমনই এক চিঠিতে নিরপেক্ষ ভেন্যুতে স্টে আয়োজনের প্রস্তাব দেয়ার পর বিসিবিকে কড়া ভাষায় কারণ জানতে চেয়েছিল পিসিবি। বিসিবি থেকে তারপর আর কোন অগ্রগতি আছে কি-না সেটি জানাতেই গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। জানালেন সফরের বর্তমান ও ভবিষ্যত, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছি বেশি সময় সেখানে অবস্থান করার পক্ষে আমরা নই। যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আছে শর্টার ভার্সন আমরা সেগুলো খেলতে চাচ্ছি ওখানে আর টেস্ট ম্যাচ দুটো নিরপেক্ষ কোন ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছি।’
টি-টোয়েন্টি খেলতে পারলে টেস্ট কেনো নয়- এমন প্রশ্ন ধেয়ে আসছে। সেই ব্যাপারটিও খোলসা করেছেন বিসিবির ঊর্দ্ধতন এই কর্মকর্তা, ‘আপনারা জানেন এরমধ্যে কোথাও কোথাও থেকে প্রশ্ন আসছে আমরা শর্টার ভার্সনের জন্য যেতে পারলে টেস্ট ম্যাচ খেলতে কেন যেতে পারছিনা। আসলে নিরাপত্তা পর্যবেক্ষক বিশেষজ্ঞ যারা আছেন তারা হয়তো বলতে পারবেন কিংবা তারা বুঝতে পেরেছেন যে অল্প সময় ও বেশি সময়ের জন্য অবস্থান করার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। সেক্ষেত্রে নিরাপত্তা বিষয়গুলো ও অন্যান্য যেসব বিষয় এসেছে, একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকতে হবে প্লেয়ারদের। মুভমেন্টেও কিছু সীমাবদ্ধতা থাকবে। এ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে।’
কেবল ১ টি ভেন্যুতেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি, ‘সিকিউরিটি বিবেচনা করে আমরা নির্দিষ্ট একটা ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছি। আমাদের ইতোমধ্যে একটি সরকারি পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করেছে তাদের কাছ থেকে একটা প্রতিবেদন পেয়েছি, বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করছি। নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আমরা বিষয়গুলো নিয়ে এগুচ্ছি।’ আবারো পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে পরিকল্পনা নেই। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগের পর আপনারা জানেন আইসিসির ম্যাচ অফিশিয়াল পাঠানোর একটা বিষয় আছে আমরা তাদের স্বাধীন একটা মতামত নেওয়ার চেষ্টা করবো।’
বিসিবির এমন সিদ্ধান্ত নেবার পেছনের কারণ পিসিবিকে বোঝানোর চেষ্টা চলছে জানিয়ে বিসিবি সিইও বলেন, ‘আমাদের সাথে যোগাযোগ হচ্ছে (পিসিবির সঙ্গে), অবশ্যই তারা চাইবে আরো সিরিজ খেলানোর জন্য। কি কি কারণে আমাদের এমন সিদ্ধান্ত সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। তারাতো তাদের দিক বিবেচনায় নিয়ে প্রস্তাব দিবে। আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরছি তাদের কাছে। সেক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা পুনর্বিবেচনা করতে পারে। আমাদের কিছু চাওয়ার কথা তাদের জানানো হয়েছে।’
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলতে পাকিস্তান সফর করবার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সফরের মাহাত্ব্য বেড়ে গেছে বহুগুণে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।