Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লেচার-চার্লসের ফিফটিতে সিলেটের উড়ন্ত সূচনা

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ : খুলনা টাইগার্স-সিলেট থান্ডার

ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ২:২২ পিএম | আপডেট : ২:২৫ পিএম, ২১ ডিসেম্বর, ২০১৯

শুরু থেকেই ঝড় তোলার চেষ্টায় দলীয় ১১ রানেই ফিরে গেলেন আব্দুল মজিদ (২)। তবে তাতেও থামেননি আন্দ্রে ফ্লেচার। খেলে গেছেন আপন মহিমায়। সঙ্গী হিসেবে পেয়েছে জাতীয় দলের আরেক সতীর্থ জনসন চার্লসকে। দু’জন মিলে খেলেছেন হাত খুলে। তুলে নিয়েছেন নিজেদের ফিফটি, সিলেট থান্ডারও পেয়েছে উড়ন্ত সূচনা।

১০ ওভার শেষে ঐ এক উইকেট হারানো সিলেটের সংগ্রহ ১২২। ৩০ বলে ৬৫ রান নিয়ে খেলছেন চার্লস। ২৭ বলে ৫১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ফ্লেচার।

টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১.৩০ টায়।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে মুশফিকের খুলনা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। অপরদিকে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মোসাদ্দেক হোসেনের সিলেট।

একাদশ

খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম (অধিনায়ক), রাইলি রুশো, বরি ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, শামসুর রহমান শুভ, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও রবিউল হক।

সিলেট থান্ডার : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাঈম হাসান, মনির হোসেন খান, এবাদত হোসেন চৌধুরী, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টোকি, জনসন চার্লস ও নাভিন উল হক।

টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১.৩০ টায়।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে মুশফিকের খুলনা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। অপরদিকে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মোসাদ্দেক হোসেনের সিলেট।

একাদশ

খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম (অধিনায়ক), রাইলি রুশো, বরি ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, শামসুর রহমান শুভ, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও রবিউল হক।

সিলেট থান্ডার : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাঈম হাসান, মনির হোসেন খান, এবাদত হোসেন চৌধুরী, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টোকি, জনসন চার্লস ও নাভিন উল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ