Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক হোসেন মাহমুদের ইন্তেকাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ পিএম

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট হোসেন মাহমুদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সোয়া ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুরুতর অসুস্থ হয়ে গত ৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন সিনিয়র এই সাংবাদিক। তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, অস্টিওপোরোসিস ও ক্রনিক অ্যাজমায় আক্রান্ত ছিলেন। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি দৈনিক ইনকিলাবে প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত কর্মরত ছিলেন। তার ২৪টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পরে সভাপতি ছিলেন। বিএফইউজের একাংশের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার ইন্তেকালে ইনকিলাব পরিবার শোকহত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ