Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিদি-আব্বাসের দুর্দান্ত বোলিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:১৭ এএম


পাকিস্তানি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের বোলিং তোপের পরও করাচি টেস্টে শ্রীলঙ্কাকে লিড এনে দিয়েছেন দিনেশ চান্দিমাল ও দিলরুয়ান পেরেরা। ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের দিনে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে দারুণ শুরু এনে দিলেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি।

গতকাল করাচি টেস্টর দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৫৭ রান। ৩২ রানে ব্যাট করছেন আবিদ, মাসুদ আছেন ২১ রানে। স্বাগতিকরা পিছিয়ে রয়েছে ২৩ রানে। এর আগে ২৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রথম দিনে ১৯১ রানে থেমেছিল পাকিস্তান। সকালের কন্ডিশনকে কাজে লাগিয়ে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই পেসার আব্বাস ও আফ্রিদি। দিনের তৃতীয় ওভারে নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়ার ক্যাচ ফেলেন বাবর আজম। তবে এজন্য বেশি ভুগতে হয়নি।

কিছুক্ষণ পরই আব্বাসের বলে সিøপে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রান করা এম্বুলদেনিয়া। দুই ওভার পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরান আফ্রিদি। ৮০ রানে ৫ উইকেট হারানো সফরকারীরা প্রতিরোধ গড়ে ধনাঞ্জয়া ডি সিলভা ও চান্দিমালের ব্যাটে। ২ রান করা ডি সিলভা ফিরিয়ে ৬৭ রানের জুটি ভাঙেন আফ্রিদি। ৫১ রানের জুটি ভাঙে চান্দিমালের আউটে। সর্বোচ্চ ৭৪ রান করে হারিস সোহেলের বলে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপরও লড়াই চালিয়ে যান পেরেরা। বিশ্ব ফার্নান্দোকে নিয়ে নবম উইকেটে যোগ করেন মূল্যবান ৩৬ রান। দলকে এনে দেন ৮০ রানের লিড।

পর পর দুই বলে পেরেরা ও লাহিরু কুমারাকে ফিরিয়ে লঙ্কান ইনিংস গুটিয়ে দেন আফ্রিদি। ৭৭ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার তরুণ এই বাঁহাতি পেসার। ৫৫ রানে আব্বাসের শিকার ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস : ৫৯.৩ ওভারে ১৯১ ও ২য় ইনিংস : ১৪ ওভারে ৫৭/০ (মাসুদ ২১*, আবিদ ৩২*; বিশ্ব ০/১৪, কুমারা ০/২০, এম্বুলদেনিয়া ০/১৭)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৮৫.৫ ওভারে ২৭১ (করুনারত্নে ২৫, কুসল ১৩, ম্যাথিউস ১৩, এম্বুলদেনিয়া ১৩, চান্দিমাল ৭৪, ডি সিলভা ৩২, ডিকভেলা ২১, পেরেরা ৪৮, ফার্নান্দো ৫*; আফ্রিদি ৫/৭৭, আব্বাস ৪/৫৫, নাসিম ০/৭১, ইয়াসির ০/৪৩, হারিস ১/১১)

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিদি

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ