Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

একই দিনে মাইলস ও আর্টসেলের বর্ষপূর্তির কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ৭:৫৯ এএম, ১৮ ডিসেম্বর, ২০১৯

একই দিনে দেশের দুই ব্যান্ড আয়োজন করছে তাদের চার দশক ও দুই দশকপূর্তি অনুষ্ঠান। দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস চলতি বছরের ১৭ জুন ঘোষণা দিয়েছিল তাদের ৪০ বছরপূর্তির সিরিজ কনসার্টের। দলটির ৬ মাসের আয়োজন শেষ হচ্ছে ২৪ ডিসেম্বর। ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভোকেশন সেন্টারে হবে এটি। এ আয়োজনে থাকছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড। অন্যদিকে একই দিনে একই কনভোকেশন সেন্টারের অন্য আরেকটি হলে আয়োজন করা হচ্ছে ব্যান্ড আর্টসেলের ২০ বছরপূর্তি কনসার্ট। এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেডের আয়োজনে এ কনসার্টটির নাম টুয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম। আর্টসেলের দলনেতা লিঙ্কন বলেন, আমাদের আত্মপ্রকাশ ১৯৯৯ সালের অক্টোবরে। চলতি বছর আমাদের ২০ বছরপূর্তি হয়েছে। সবকিছু গুছিয়ে নিয়ে আমরা ডিসেম্বরের ২৪ কনসার্টটি করছি। অন্যদিকে চার দশকের পথচলা স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। গত ৬ মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ২৮টি কনসার্ট করে দলটি। এছাড়াও তারা দেশে কনসার্টের আয়োজন করে। যার শেষটি হবে আগামী ২৪ ডিসেম্বর। শাফিন আহমেদ বলেন, মাইলসের চল্লিশ বছরপূর্তির সর্বশেষ আয়োজনটি আমরা বাংলাদেশেই রেখেছি। সবাইকে চমক দিতে আমাদের পাশাপাশি অন্যান্য ব্যান্ডও বাজাবে। ভক্তদের জন্য ঐদিন থাকবে বেশ কিছু সারপ্রাইজও। এতে মাইলস ছাড়াও অংশ নেবেন ওয়ারফেইজ, ভাইকিংস, সোলস, ফিডব্যাক এবং দলছুটের পরিবেশনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ