Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রঙ ছড়াবে তো সাগরিকা?

চট্টগ্রাম পর্ব শুরু আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে ছিল আটটি ম্যাচ। তারপর দু’দিন বিরতি। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় এই পর্বের উদ্বোধনী ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আধিপত্য ধরে রাখতে মাঠে নামবে রাজশাহী রয়্যালস। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘স্বাগতিক’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে আসরের প্রথম জয়ের লক্ষ্যে লড়বে সিলেট থান্ডার।

১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৪ তারিখ পর্যন্ত চলে ঢাকা পর্ব। সেখানে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দু’টি ম্যাচ খেলে এখনও অপরাজিত থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। ৩ ম্যাচ খেলে ২ জয় ও এক হার নিয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা প্লাটুন। রান রেটের ব্যবধানে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও এক নম্বরে রাজশাহী। চট্ট্রগ্রামও ৩ ম্যাচে ২ জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে আচে তিনে। এক ম্যাচে খেলে জয় পেয়েছে খুলনা। ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চারে। কুমিল্লা ওয়ারিয়র্স ২ ম্যাচে এক জয় ও এক হার নিয়ে আছে পাঁচে। সিলেট থান্ডার ও রংপুর রাইডার্স এখনও জয়হীন। তারা যথাক্রমে ছয়ে ও সাতে অবস্থান করছে।

প্রথম পর্ব শেষ করে সব দলের লক্ষ্যই এখন চট্টগ্রাম পর্বকে ঘিরে। ২৪ ডিসেম্বর পর্যন্ত ১২টি ম্যাচ হবে সেখানে। এগিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম পর্বে ভালো করার বিকল্প দেখছে না কোন দলই। সবারই লক্ষ্য নিজেদের সেরাটা দেয়ার। আজকের ম্যাচে রাজশাহী খেলবে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট চাইবে পরাজয়ের বৃত্ত ভাঙতে। তিন ম্যাচে টানা হারের পর চট্টগ্রামে নিজেদের নতুনভাবে মেলে ধরতে চান তারা। তবে প্রথম ম্যাচে রাজশাহী ও খুলনা দু’দলই এখন পর্যন্ত অপরাজিত। তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, তেমনটাই ভাবছেন সমর্থকেরা। আরেক ম্যাচে চট্টগ্রাম ও সিলেটের মধ্যকার লড়াই গুরুত্বপূর্ণ দু’দলের জন্যই। জয়রথ ধরে রাখতে মরিয়া চট্টগ্রাম। অন্যদিকে হারের লজ্জা থেকে সরে আসার চেষ্টা থাকবে সিলেটের। তবে দুটি ম্যাচেই প্রতিদ্ব›দ্বীতা দেখতে চান দর্শকেরা।

এবারের আসরের ব্যবস্থাপনার দায়িত্বে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ঢাকা পর্বে দর্শক টানতে না পেরে অনেকটাই সমালোচনা মুখে পড়েছে সংস্থাটি। এবার চট্টগ্রাম পর্বে কি দর্শক খরা ঘুচাতে পারবেন তারা। দৃশ্যমান কোন অগ্রগতি চোখে না পড়লেও টিকিটের মূল্য রয়েছে অপরিবর্তিত। তাতে অনেকেরই শঙ্কা চট্টগ্রামেও মুখ ফিরিয়ে নেবে দর্শকেরা।

আজকের খেলা
খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস, দুপুর দেড়টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার, সন্ধ্যা সাড়ে ছয়টা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ