Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষে থেকেই চট্টগ্রামে ইমরুল-পেরেরা

চট্টগ্রামে দর্শক ফেরার আশা

স্পোর্টস রিপোর্টার ও চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

দর্শকহীনতা, স্যান্টোকির অবিশ্বাস্য নো বল, প্রেসবক্সে খাবারে বিষক্রিয়ায় সাংবাদিক অসুস্থ- এই নিয়েই একদিন আগেই শেষ হলো বঙ্গবন্ধু বিপিএল ঢাকার প্রথম পর্ব। ১১ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের এই ধাপে খেলা হয়েছে ৪ দিনে ৮ ম্যাচ। সবচেয়ে বেশি তিন ম্যাচ করে খেলেছে ঢাকা প্লাটুন, সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকাল ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের দামামা বাজবে বন্দরনগরী চট্টগ্রামে।
ঢাকার প্রথম ধাপের আট ম্যাচ শেষে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে তালিকায় সবার উপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকা সবার উপরে থিসারা পেরেরা। সেরা দশে রান করা দেশি ব্যাটসম্যানদেরই প্রাধান্য। বোলিংয়ে অবশ্য জাতীয় দলের মূল বোলাররা করছেন হতাশ।
তিন ম্যাচ খেলে চট্টগ্রামের ইমরুল কায়েস ১ ফিফটিতে ১১৭ রান করে আছেন সবার উপরে। ৩ ম্যাচে ইমরুলের মতই সমান রান সতীর্থ চ্যাডউইক ওয়ালটনের। মোহাম্মদ মিঠুন তিন ম্যাচে করেছেন ১১২ রান। তামিম ইকবাল ৩ ম্যাচে করেন ১১০। মোসাদ্দেক হোসেন তিন ম্যাচ রান করেন ১০৯। এনামুল হক বিজয় ৩ ম্যাচে করেন ১০০ রান। মোহাম্মদ নাঈম শেখ ২ ম্যাচে ৯৫ আর লিটন দাস ২ ম্যাচে করেছেন ৮৩ রান।
বোলিংয়ে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে সবার উপরে থিসারা পেরেরা। রাজশাহীর হয়ে অলক কাপালী ২ ম্যাচে নেন ৪ উইকেট। কুমিল্লার হয়ে ২ ম্যাচে ৪ উইকেট সৌম্য সরকারের। লুইস গ্রেগরিও রংপুরের হয়ে নেন ২ ম্যাচে ৪ উইকেট। ২ ম্যাচে তিনটি করে উইকেট পেয়েছেন রাজশাহীর ফরহাদ রেজা আর রবি বোপারাও। অর্থাৎ সেরা পাঁচ বোলারের মধ্যে বাংলাদেশের বিশেষজ্ঞ কোন স্পিনার বা পেসার এখনো উঠে আসতে পারেননি।
এদিকে প্রস্তুত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। এ ভেন্যুতে আগামীকাল থেকে বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বের খেলা শুরু হবে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ১৯ ও ২২ ডিসেম্বর থাকবে বিরতি। গতকালই সবকটি দলই চট্টগ্রামে পৌঁছেছে।
ঢাকায় দর্শকের খরা থাকলেও চট্টগ্রামে দর্শকরা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামমুখী হবে বলে অনেকে মনে করছেন। এমনিতেই চট্টলার দর্শক ক্রিকেট পাগল। তার উপর বঙ্গবন্ধু বিপিএলের ডামাঢোল। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে থাকবেন না এটি নিশ্চিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট খেলা দেখবে গ্যালারীতে বসে দর্শকরা। টিকিটের মূল্য রাখা হয়েছে ইস্ট গ্যালারী ২০০ টাকা, ওয়েস্ট গ্যালারী ৩০০ টাকা, ক্লাব হাউস ও ইন্টারন্যাশনাল গ্যালারী ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫শ টাকা ও রুফ টপ এক হাজার টাকা। আজ সাগরিকা বিটাক মোড় ও এমএ আজিজ স্টেডিয়াম কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে। আজ সকাল ৯টা থেকে অংশগ্রহণকারী দলগুলো এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস করবে। এছাড়া এমএ আজিজ স্টেডিয়ামেও প্র্যাকটিস ভেন্যু রাখা হয়েছে।

বঙ্গবন্ধু বিপিএল
ঢাকা প্রথম পর্ব শেষে
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রে
রাজশাহী ২ ২ ০ ৪ ২.২৯৫
ঢাকা ৩ ২ ১ ৪ ০.৪৮৪
চট্টগ্রাম ৩ ২ ১ ৪ -০.৫২৭
খুলনা ১ ১ ০ ২ ৩.৩৫৪
কুমিল্লা ২ ১ ১ ২ ২.১২৫
সিলেট ৩ ০ ৩ ০ -১.৯৭৯
রংপুর ২ ০ ২ ০ -৩.০১

সেরা ৫
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
ইমরুল (চট্টগ্রাম) ৩ ১১৭ ৬১ ৫৮.৫০ ১৩৭.৬৪ ০/১
ওয়ালটন (চট্টগ্রাম) ৩ ১১৭ ৫০ ৫৮.৫০ ১৪২.৬৮ ০/১
মিঠুন (সিলেট) ৩ ১১২ ৮৪* ৫৬.০০ ১৪১.৭৭ ০/১
তামিম (ঢাকা) ৩ ১১০ ৭৪ ৩৬.৬৬ ১২৯.৪১ ০/১
মোসাদ্দেক (সিলেট) ৩ ১০৯ ৬০* ৫৪.৫০ ১০৯.০০ ০/১

বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকো. ৪/৫
থিসারা (ঢাকা) ৩ ৫ ৫/৩০ ১৩.৪০ ৯.৫৭ ০/১
কাপালি (রাজশাহী) ২ ৪ ৩/১৭ ৮.৭৫ ৫.০০ ০/০
সৌম্য (কুমিল্লা) ২ ৪ ২/১২ ১২.৭৫ ৮.৫০ ০/০
গ্রেগরি (রংপুর) ২ ৪ ২/২৫ ১৩.০০ ৭.৪২ ০/০
ফরহাদ (রাজশাহী) ২ ৩ ২/৯ ৭.৬৬ ৫.৫৭ ০/০

চট্টগ্রাম পর্বের সূচি
১৭ ডিসেম্বর, ২০১৯
খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস (দুপুর ১টা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট থান্ডার (সন্ধ্যা ৬টা)
১৮ ডিসেম্বর, ২০১৯
কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রংপুর রেঞ্জার্স (দুপুর ১টা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা প্লাটুন (সন্ধ্যা ৬টা)
২০ ডিসেম্বর, ২০১৯
খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স (দুপুর দেড়টা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স (সন্ধ্যা সাড়ে ৬টা)
২১ ডিসেম্বর, ২০১৯
খুলনা টাইগার্স বনাম সিলেট থান্ডার (দুপুর ১টা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স (সন্ধ্যা ৬টা)
২৩ ডিসেম্বর, ২০১৯
ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স (দুপুর ১টা)
খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস (সন্ধ্যা ৬টা)
২৪ ডিসেম্বর, ২০১৯
ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার (দুপুর ১টা)
কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস (সন্ধ্যা ৬টা)

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ