বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে ইমো অ্যাপস এর মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়া নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে দক্ষিণ লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার কালু হোসেনে ছেলে সম্রাট ইসলাম (২৪), মাধবপুর এলাকার সুরাত মন্ডলের ছেলে হাসান আলী (২০) ও উত্তর লালপুর এলাকার অমিত মন্ডলের ছেলে মিঠুন আলী (১৯)।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘ইমো চক্রটি একটি বিশেষ কায়দা প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছে। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই চক্রের তিনজন সদস্যকে মোবাইল ফোন সহ জব্দ করা হয়। পরে আটককৃতদের নামে থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আমি যোগদানের পর থেকে ইমো পার্টি নামে একটি চক্রের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এই চক্রটি প্রবাসীদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে একাধিকবার মামলাও হয়েছে, তারপরও চক্রটির তৎপরতা থামছেনা। আমরা এই চক্রকে নির্মূল করার জন্য কাজ করছি। আশা করছি প্রবাসীরা আর প্রতারনার শিকার হবে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।