Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠের অনুশীলন দেখে অবাক রংপুর কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৮:০২ পিএম

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পরই এখন মাঠের খেলার দিকে চোখ সবার। এ দিকে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন রংপুর রেঞ্জার্সের কোচ মার্ক ও’ডোনেল।
তিনি দেখলেন, এক পাশে অনুশীলন করছে খুলনা টাইগার্স, আরেক পাশে চট্টগ্রাম। এ ছাড়া মাঝ মাঠে অনুশীলন করছে আবার রাজশাহী রয়্যালস। এর পর সেই মাঠে অনুশীলন করতে নামে রংপুর রেঞ্জার্স। এভাবে অদলবদল করে আরও দুদল প্র্যাকটিস করে। একই মাঠে ছয় দলের ক্রিকেটারদের অনুশীলন দেখে রীতিমতো বিস্মিত রংপুর রেঞ্জার্সের কোচ ও’ডোনেল। তিনি বলেই ফেললেন, এমন দৃশ্য আগে কখনো দেখেননি।
ও’ডোনেল বলেন, এখানে ছয় দল অনুশীলন করছে। কিছু দর্শকও আছেন। এমন অবস্থায় যে কেউ আঘাত পেতে পারেন। এ ভেবে আমি চিন্তিত। এ রকম মাঠ আমি আগে কখনো দেখিনি। যেখানে স্বল্প সময়ের মধ্যে একসঙ্গে ছয় দল অনুশীলন করে।
তিনি আরও বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। খুব ভালো লাগছে। আমরা ভালো একটি অনুশীলন সেশন করেছি। খুব ব্যস্ত ঠাসা সূচি। ছয় দল অনুশীলন করছে। আমরা দুই ঘণ্টা সময় পেয়েছি। যা ভালোভাবেই কাজে লাগিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ