নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারত সফরের সময়েই পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ের চোট। তারপর অবশ্য ব্যাটহাতে অনুশীল শুরু করেছেন বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক মাহমুদউল্লাহ। কিন্তু চোট এখনো পুরোপুরি সারেনি। তাই প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক।
চট্টগ্রামের টেকনিক্যাল ডিরেক্টর জালাল ইউনুস জানালেন, ‘মাহমুদউল্লাহ দুই ম্যাচ খেলতে পারবে না মনে হয়। ইমরুলকে সম্ভবত দায়িত্বটা দেয়া হচ্ছে। আমরা টিম মিটিং করে ফাইনাল করব। পরে সেটি জানিয়ে দেব।’
চোট পুরোপুরি সারাতে বিসিবির ফিজিও জুলিয়ান ক্যালেফাতো চট্টগ্রাম ম্যানেজমেন্টকে বলেছেন, প্রথম দুই ম্যাচে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে রাখতে। সে অনুযায়ী শুরুর দুটি ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়কও ঠিক করে ফেলেছে চট্টগ্রাম। দলটি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দায়িত্বটা টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসই পাচ্ছেন বলে নিশ্চিত।
বিপিএলের গত দুই আসরে খুলনা টাইটানসের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। চট্টগ্রামে ফিরেও একই দায়িত্ব বর্তাচ্ছে তার উপর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।