নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায়। রংপুর রাউডার্সের নেতৃত্বের দায়িত্ব দেযা হয়েছে তার কাঁধে। আজ মিরপুরে সংবাদ সম্মেলন করে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য।
বিপিএলে এবার তারুণ্যনির্ভর দল গড়েছে রংপুর। মোস্তাফিজ, তাসকিন, নাঈম শেখ, জাকির হাসান, সঞ্জিত সাহার মতো তরুণ ক্রিকেটার আছেন দলটিতে। অভিজ্ঞদের মধ্যে আছেন আরাফাত সানি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, ফজলে রাব্বিরা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে নবি ছাড়াও শাই হোপ, মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান, লুইস গ্রেগোরি, ক্যামেরন ডেলপোর্ট থাকছেন।
রেঞ্জার্সের নেতৃত্ব পাওয়ার পর নবি বললেন, ‘রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার উপর আস্থা রাখায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মেধাবী বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভালো ফলাফলের জন্য আমাদের সেরাটাই দেব।’
বোলিংয়ে দারুণ শক্তিশালী রংপুর। তাসকিন-মুস্তাফিজ-জুনায়েদকে ঘিরে বড় প্রত্যাশাই করছেন অধিনায়ক, ‘আমাদের বোলিং সাইডের জন্য একটি ভালো সুবিধা (তিন পেসার), ওরা থাকায় আমাদের দল একটি ভালো শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। মোস্তাফিজ-তাসকিন ছাড়াও জুনায়েদ আছে, সেও খুবই ভালো। এটা শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। এবং বোলিংটা ভালো করতে চেষ্টা করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।