Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা শামছুল হক সাহেবের জানাজায় মুসল্লিদের ঢল

গাজীপুরে দ্বিতীয় জানাজা আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সহসভাপতি গুলশান সেন্ট্রাল মসজিদের সাবেক খতিব ও ইমাম উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল শামছাবাদ দরবার শরীফ গজীপুর এর পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শামছুল হক এর নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা গুলশান সেন্ট্রাল মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মসজিদ প্রাঙ্গন ও বাইরের রাস্তা জনসমূদ্রে পরিণত হয়।
দেশের প্রবীন আলেমেদ্বীন গণের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দল মত নির্বিশেষে সকলের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা ছিল আঁকাশচুম্বি। মাওলানা শামছুল হক সাহেবের জানাজার নামজে ইমামতি করেন তাঁরই বড় ছেলে মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার মুহাদ্দীস পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব আলহাজ মুফতি মাওলানা মাহবুবুর রহমান। গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ জতীয় পর্যায়ের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও আলহাজ মাওলানা কামাউদ্দীন জাফরি, জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়ার সহ সভাপতি ও মসজিদে গাউছুল আজমের খতিব আলহাজ মাওলানা কবি রুহুল আমীন খান, সহকারী মহাসচিব আলহাজ অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আ খ ম আবুববকর সিদ্দিক, মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, ছারছীনা পীর সাহেবের ছোট ছাহেবজাদা মাওলানা ইউনুস আল আজহারীসহ সর্বস্তরের ওলামেয়ে কেরাম, পীর মাশায়েখ, ইমাম খতিব, মুরিদান, মুহিব্বিন, শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ