Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৭:৩৩ পিএম

৪ কোটি টাকা মূল্যের দেড় লক্ষ পিচ ইয়াবা সহ দু’জনকে আটক করেছে টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবি’র টেকনাফ-২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান ব্যাটালিয়নের সদর দপ্তরে বুধবার ৪ ডিসেম্বর এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

তিনি জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিজিবি এক অভিযান চালায়। অভিযানে ২ টি বস্তাভর্তি দেড় লক্ষ পিচ ইয়াবা ও ২ জন ইয়াবাকারবারীকে আটক করা হয়।

একই সাথে থাকা আরো কয়েকজন কারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। আটক ২ জনের একজন হলো, টেকনাফ পৌরসভার অলিয়াবাদের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৫) ও অপরজন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার আবদুল মোনাফের ছেলে মোঃ আমির হামজা (৩৫)।

উদ্ধার করা দেড়লাখ পিচ ইয়াবা সহ আটক দুইজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ