বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মো. তৌহিদুল ইসলাম সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক তৌহিদুল ইসলাম সোহেল বগুড়া সদর উপজেলার মালতীনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর বিকেলে বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মো. আছলাম আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ তৌহিদুল ইসলাম সোহেলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী পরে ২টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৬টি চাপাতি ও ২টি ককটেল উদ্ধার করা হয়।
ওসি আছলাম আলী বলেন, সন্ত্রাস-অস্ত্রবাজদের বিরুদ্ধে বগুড়া গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আগামীতেও গোয়েন্দা পুলিশের অভিযান চলবে। এই ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।