বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়ায় জন্মনিবন্ধনকার্ড বানাতে গিয়ে ধরা পড়লেন, কার্তিক আচার্য্য (২৮) নামের এক ভারতীয় নাগরিক। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশী নাগরিক পরিচয় দিয়ে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশা চৌধুরীর কাছে যায় ভারতীয় নাগরিক কার্তিক আচার্য্য। এসময় সন্দেহ হলে চেয়ারম্যান গরিবশাহ্ কার্তিক আচার্য্যকে আটক করে ছাগলনাইয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে। চেয়ারম্যান গরিবশাহ্ জানান, উত্তর যশপুর গ্রামের জানু মিয়া নামের এক লোক ওই ভারতীয় নাগরিককে জন্মনিবন্ধনকার্ড বানানোর জন্য তার অফিসে নিয়ে আসে। ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মোঃ আদিল মাহমুদ জানান, জীবিকার সন্ধানে দুই থেকে আড়াই বছর পূর্বে কার্তিক খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করে। দীর্ঘদিন যাবত সে ছাগলনাইয়া এবং রামগড় এলাকায় সিএনজি অটোরিক্সা চালাতো। কার্তিক ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রæম জেলার বংকুল থানার মনুবংকুল গ্রামের মতিলাল আচার্য্যরে ছেলে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।