Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর গলাচিপায় ১০ টাকা কেজির ১৮ বস্তা চাল সহ ইউনিয়ন যুবলীগ সভাপতি ডিলার আটক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৪:২৪ পিএম | আপডেট : ৪:৪৭ পিএম, ২৭ নভেম্বর, ২০১৯

আজ দুপুরে জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চর শিবা লঞ্চঘাট এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ১৮ বস্তায় ৫৪০ কেজি চাল সহ ডিলার স্থানীয় চরকাজল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন পঞ্চায়েতকে চাল পাচার কালে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে,ডিলার শাহিন পঞ্চায়েত চাল পাচারের উদ্যেশে গোডাউন থেকে বের করে অন্যত্র নেয়ার সময় স্থানীয় জনতা হাতে নাতে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে জানান।পরবর্তিতে সহকারী কমিশনার ভূমি সুহ্রদ সালেহীন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে চাল সহ ডিলার শাহিন পঞ্চায়েতকে আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করেন।

গলাচিপার থানার সেকেন্ড অফিসার এস আই,গাজী ফজলুর রহমান জানান আমাদের কাছে শাহিন পঞ্চায়েতকে হস্তান্তর করা হয়েছে ,তবে এখন পর্যন্ত কোন অভিযোগপত্র দায়ের হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য এ চাল খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে বিক্রী করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ