মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে সে দেশের একটি এনজিও প্রধান বলেছেন, বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার। তার দাবি, সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম। খবর আনাদলু।
খবরে বলা হয়, বুধবার ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে দেশটির অ্যাসোসিয়েশন ফ্রান্সিস দেস ভিক্টিমস দ্যু টেররিজমের প্রধান সেন্ট মার্ক বলেন, ‘মুসলিমরাই সবার আগে সন্ত্রাসীদের শিকার হচ্ছে।’
তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো প্রচার করে, সন্ত্রাসীরা মুসলিম আর তাদের শিকার হচ্ছে অমুসলিমরা। এটি সত্য নয়। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ৮০ ভাগেরই শিকার হচ্ছে মুসলিমরা।’
সম্মেলনটিতে আমন্ত্রিত ছিলেন সন্ত্রাসবাদের শিকার বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিও। তাদের উদ্দেশ্যে সেন্ট মার্ক বলেন, ‘সন্ত্রাসীরা চায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া আমাদের মধ্যে সেতুবন্ধনটি আমরা পুনর্র্নিমাণ করতে চাই।’
ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। দেশটির ৬৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৫ মিলিয়নেরও বেশি মুসলিম সংখ্যালঘু।
ইউরোপোলের একটি প্রতিবেদনে জানা যায়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপের ঘটা সন্ত্রাসী হামলার ৯৯ শতাংশ শিকার ছিল মুসলিমরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।