Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সড়ক অবরোধ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৫:৪৮ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়কের  শোলাপ্রতিমা এলাকায় পদবঞ্চিতরা বিক্ষোভ করে এই আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান।  এসময় সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় এক ঘন্টা তীব্র যানযটের সৃষ্টি হয় ও বাজারের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়।ফলে দুরদুরান্তের যাত্রীদের সীমাহীন দূর্ভোগে পড়তে হয়। জানা যায়, বুধবার (৬ নবেম্বর) একজন আহ্বায়ক ও চারজন যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় সখিপুর উপজেলা ছাত্রলীগ। পরে রাতে সে কমিটির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ওই ইউনিয়নের পদবঞ্চিত নেতা-কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাাহ আল মারুফ ও শাকিল সরকার  বলেন, রাতের আধাঁরে কাউকে না জানিয়ে মাদকসেবী,অছাত্র, ব্যবসায়ী ও প্রবাসীদের দিয়ে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা এই পকেট কমিটি মানি না তাই অনতিবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছি। এ বিষয়ে সখিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম বিক্ষোভকারী ছাত্রদের অভিযোগকে অস্বীকার করে  বলেন, সবার মতের ভিত্তিতেই কমিটি ঘোষণা করা হয়েছে। তারপরও একটি পক্ষ এর বিরোধিতা করছে। যারা বিক্ষোভ করেছে তারা ওই ইউনিয়ন ছাত্রলীগের কেউ নন। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির  বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

mwLcy‡i BDwbqb QvÎjx‡Mi KwgwU ‡NvlYv‡K ‡K›`« K‡i moK Ae‡iva I we‡¶vf

mwLcyi(Uv½vBj)Dc‡Rjv msev``vZv

Uv½vB‡ji mwLcyi Dc‡Rjvi 7bs `vwoqvcyi BDwbqb QvÎjx‡Mi Avn&evqK KwgwU MVb‡K ‡K›`« K‡i mwLcyi-XvKv-Uv½vBj mo‡K Uvqvi R¡vwj‡q we‡¶vf K‡i‡Q QvÎjx‡Mi c`ewÂZ ‡bZv-Kg©xiv| e…n¯úwZevi mKv‡j Dc‡Rjvi mwLcyi-XvKv-Uv½vBj mo‡Ki  ‡kvjvc«wZgv GjvKvq c`ewÂZiv we‡¶vf K‡i GB Avn&evqK KwgwU evwZ‡ji `vwe Rvbvb|  Gmgq mwLcyi-XvKv-Uv½vBj mo‡K c«vq GK N›Uv Zxeª hvbh‡Ui m…wó nq I evRv‡ii A‡bK ‡`vKvbcvU eÜ n‡q hvq|d‡j `yi`yiv‡šÍi hvÎx‡`i mxgvnxb `~‡fv©‡M co‡Z nq| Rvbv hvq, eyaevi (6 b‡e¤^i) GKRb Avn&evqK I PviRb hyM¥ Avn&evqK K‡i 31 m`m¨ wewkó `vwoqvcyi BDwbqb QvÎjx‡Mi Avn&evqK KwgwU Aby‡gv`b ‡`q mwLcyi Dc‡Rjv QvÎjxM| c‡i iv‡Z ‡m KwgwUi Kwc mvgvwRK ‡hvMv‡hvM gva¨‡g c«Kvk n‡j Av‡jvPbv-mgv‡jvPbv ïiæ nq| c‡i IB BDwbq‡bi c`ewÂZ ‡bZv-Kg©xiv iv¯Ívq Uvqvi R¡vwj‡q we‡¶vf K‡i| we‡¶v‡f ‡bZ…Z¡ ‡`Iqv Avãyjøvvn Avj gviæd I kvwKj miKvi  e‡jb, iv‡Zi Avavu‡i KvD‡K bv Rvwb‡q gv`K‡mex,AQvÎ, e¨emvqx I c«evmx‡`i w`‡q QvÎjx‡Mi Avn&evqK KwgwU Kiv n‡q‡Q| Avgiv GB c‡KU KwgwU gvwb bv ZvB AbwZwej‡¤^ GB KwgwU evwZ‡ji `vwe Rvwb‡qwQ| G wel‡q mwLcyi Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ wgR©v kwidyj Bmjvg we‡¶vfKvix Qv·`i Awf‡hvM‡K A¯^xKvi K‡i  e‡jb, mevi g‡Zi wfwˇZB KwgwU ‡NvlYv Kiv n‡q‡Q| ZviciI GKwU c¶ Gi we‡ivwaZv Ki‡Q| hviv we‡¶vf K‡i‡Q Zviv IB BDwbqb QvÎjx‡Mi ‡KD bb| mwLcyi _vbvi Awdmvi BbPvR© (Iwm Z`šÍ) GGBPGg jyrdyj Kwei  e‡jb, Lei ‡c‡qB NUbv¯’‡j wM‡q we¶yä Qv·`i mwi‡q w`‡q hvb PjvPj ¯^vfvweK Kiv n‡q‡Q|

‡gv.kixdzj Bmjvg

 mwLcyi,Uv½vBj|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ