Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে এমপির উদ্বোধনী রাস্তার ফলক-মঞ্চ ভেঙে দিল আ.লীগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৬:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের মাঝে আমন্ত্রণপত্র না পাওয়াকে কেন্দ্র করে রাস্তা উদ্বোধনী ফলক ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল রাস্তার উদ্বোধনী ফলক উম্মোচন ও আলোচনা সভা করতে পারেননি। তবে শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে সমঝোতার শেষে ফলক উম্মোচন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এনিয়ে স্থানীয় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুরটোলা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, মুল সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তার গ্রামের কয়েকজন যুবককে নিয়ে বাজিতপুর বাহাদুরটোলায় এলজিইডির বাস্তবায়নে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ৫৭০ মিটার রাস্তা উদ্বোধনের স্থানীয় এমপি শিমুলকে প্রধান অতিথি করে উদ্বোধনী ফলক ও মঞ্চ তৈরি করেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগকে অবগত না করায় তাদের মাঝে ক্ষোভ বিরাজ করে। ক্ষোভ থেকে ১২টার দিকে উদ্বোধনী ফলক ও মঞ্চ ভাঙচুর করে কতিপয় স্থানীয় নেতাকর্মী। বুধবার দুপুরে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল রাস্তার ফলক উম্মোচন ও আলোচনা সভা করতে গেলে বাধার সম্মুখীন হলেও পরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে দুপুরে ফলক উম্মোচন শেষে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন। এ ব্যাপারে শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদনের সন্ত্রাসী বাহিনী দিয়ে ফলক ও মঞ্চ ভাঙচুর করেছে এবং আলোচনা সভা ভন্ডুল করেছে। যদি তার সাথে পূর্বে আলোচনা সাপেক্ষে এই উদ্বোধনী ফলক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এব্যাপারে শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান ভোদনের সাথে তাঁর ব্যবহৃত ০১৭১৬০৮৪০৪০ নম্বরে মুঠোফোন যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান জানান, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে কিছু সমস্যা হয়েছিল। যা এমপি ডা. শিমুলের উদ্যোগে সমাধান শেষে রাস্তার ফলক উম্মোচন ও দোয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ