Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী আটক

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৫:৪৬ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ ড্রেনে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল কাদেরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জোসনা বেগম রাঙ্গামাটির লংগদু থানার সোনাইল এলাকার আব্দুল কাদেরের স্ত্রী। তারা সপরিবারে সালনা এলাকায় বাসা ভাড়া থাকতেন।
আজ বুধবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে র‌্যাব-১ ও পুলিশ।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, সালনা এলাকায় সপরিবারে বাসা ভাড়া থাকতেন জোসনা বেগম। তিনি একটি মেসে রান্নার কাজ এবং তার স্বামী আব্দুল কাদের রাজমিস্ত্রির কাজ করতেন। গত ৩ নভেম্বর ভোরে স্ত্রী রান্নার করার কাজে যাওয়ার সময় এগিয়ে দিতে যায় আব্দুল কাদের। একপর্যায়ে পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় আব্দুল কাদের তার স্ত্রী জোসনা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেলওয়ে ব্রিজের নিচের একটি ড্রেনে ফেলে দেয়। জোসনা বেগমকে না পেয়ে তার ছেলে থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে র‌্যাব-১ সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করে এবং নিহতের স্বামী আব্দুল কাদের জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পে নেওয়া হয়। ওই সময় আব্দুল কাদের তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সালনা এলাকায় একটি ড্রেন থেকে জোসনা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ