Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৭টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন

৩০ নভেম্বর সিলেট মহানগর আ’লীগের সম্মেলন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ২:৪৭ পিএম

শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সমাপ্ত হয়েছে সিলেট মহানগর আওয়ামীলীগের ২৭টি ওয়ার্ডের সম্মেলন ও কমিটি গঠন। এর মধ্যে সরব হয়ে উঠছে নেতাকর্মীরা। কদর ও দাম বেড়ে গেছে কমিটিতে স্থান কর নেয়াদের। তাদের মধ্যে থেকে কাউন্সিলদের অংশগ্রহনে নির্ধারিত হবেন মহনগর আ’লীগের কান্ডারী। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ২৭টি ওয়ার্ডের সম্মেলন করে কমিটি করার পর মহানগরের সম্মেলন আয়োজন যাচ্ছেন আগামী ৩০ নভেম্বর। ২৭টি ওয়ার্ডের মধ্যে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে। নগরীর ২৩নং ওয়ার্ডের সম্মেলনের মধ্যে দিয়ে ২৭ ওয়ার্ডে কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে মহানগর আ’লীগ। এর আগে কত দুই সপ্তাহে বাকি থাকা আরো ৫টি ওয়ার্ডের সম্মেলন করেন তারা। গত ২ অক্টোবর সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ১০ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে মেয়াদোত্তীর্ণ মহানগর কমিটির সম্মেলন করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই নির্দেশনার প্রেক্ষিতে ১০ অক্টোবর কার্যকরি কমিটির সভা আহবান করে মহানগর আওয়ামী লীগ। সভায় ৩০ নভেম্বর মহানগর শাখার সম্মেলন পূর্বে অসমাপ্ত ৬টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঠিক করা হয়। ২০ অক্টোবর ২নং ওয়ার্ড থেকে শুরু হয় সম্মেলন। পরবর্তীতে ৩, ৭, ১১, ২২ এবং সর্বশেষ ২৩নং ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে শেষ হয় ২৭টি ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া। এবার সফলভাবে মহানগরের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেবেন নেতাকর্মীরা। এ ব্যপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ২৭টি ওয়ার্ডের সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে হয়েছে এখন অপেক্ষা শুধু আগামী ৩০ নভেম্বর সম্মেলনের। সম্মেলন সফলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ