Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে অস্ত্র মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১১:২০ এএম | আপডেট : ২:০২ পিএম, ৩১ অক্টোবর, ২০১৯

সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা প্লাবন খান মজলিশকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত মধ্যরাতে সাভার মডেল থানা সংলগ্ন সরকার দলীয় প্রয়াত সংসদ সদস্য খান মজলিশের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক প্লাবন খান মজলিশ (২৫) সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া সে প্রয়াত সাবেক সাংসদ খান মজলিশের নাতি
র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চামকা জানায়, সাভার মডেল থানার পাশেই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল প্লাবন।
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তাকে আটকের পর তার বাসা থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ