পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নতুন করে ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
গতকাল (রোববার) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, প্রধানমন্ত্রী একসঙ্গে ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায় উন্মোচন করলেন। নিঃসন্দেহে তাঁর এ মহৎ উদ্যোগ প্রশংসার দাবী রাখে। এর ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে অবশিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। সাথে সাথে জমিয়াত নেতৃবৃন্দ দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘ নয় বছর পর একসাথে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অধীনে এনে প্রধানমন্ত্রী জনমনে যে জায়গা করে নিয়েছেন ভবিষ্যতে চাকরি জাতীয়করণ করলে তা বহুগুণে বৃদ্ধি পাবে। সেই সাথে দেশের শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইবতেদায়ী স্তরের শিক্ষা ধারার বিষয়ে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মহাসচিব আরো বলেন, যুগযুগ ধরে মাদরাসা শিক্ষা ধারার প্রাথমিক স্তর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন, কাজেই প্রধানমন্ত্রীর অনুমোদিত ২০১৮ সালের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা অনুযায়ী অনতিবিলম্বে ঐসকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন স্কেলের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। জমিয়াত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারবর্গের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।
গত ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে নতুন করে ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেন। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।