Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা ও জিহাদী বইসহ ৬ জন শিবির নেতাকর্মী আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ৬:৩১ পিএম

নওগাঁর নামাজগড় মাদ্রাসাপাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা, চাঁদা আদায়ের রশিদ, সংবর্ধনা ক্রেস্ট, বিভিন্ন পদবীর সীল, মোবাইল ফোন ও ১৪টি জিহাদী বইসহ ৬ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নওগাঁ সদরের পার নওগাঁ মাদ্র্রাসাপাড়া জনৈক গোলজার হোসেন বাবু এর বসত বাড়িস্থ ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার পতœীতলা থানার পাইকবান্দা গ্রামের শামসুল আলম এর ছেলে আঃ মান্নান, মান্দা উপজেলার চকমনসুপ গ্রামের বজলুর রশিদ এর ছেলে রবিউল ইসলাম, চকমুক্তার বউ বাজার গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুস সবুর, নওগাঁ সদর উপজেলার চকএনায়েত গ্রামের আজিজুল এর ছেলে মহি উদ্দিন, পার নওগাঁ মাদ্রাসাপাড়ার গোলাম হোসেন এর ছেল আলমগীর হোসেন মিঠু ও মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান।
নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া জানান, আটককৃতরাসহ আরো অজ্ঞাতনামা ২৫/৩০ জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা মারাত্বক অস্ত্র সস্ত্র ককটেল ও বোমাসহ নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে সমাবেত হইয়া বেআইনী সভা করছিলেন। বিশেষ অভিযানে রবিবার ভোর ৪ টা ১০ মিনিটে উল্লেখিত মালামালসহ তাদেরকে আটক করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ