Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে গ্যাস সিলিন্ডার ভর্তি ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১:৩৩ পিএম

ঢাকার সাভারে গ্যাস সিলিন্ডার ভর্তি ছিনতাই হওয়া ট্রাক রাজধানীর যাত্রাবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকতার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে মালামালসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার আকতার হোসেন যাত্রাবাড়ি এলাকার ফায়েক শেখের ছেলে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, গত সোমবার রাতে ২১৫ সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো চালক। রাত আনুমানিক ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ের সাভারের বলিয়াপুর এলাকায় সড়কের পাশে সিলিন্ডার ভর্তি ট্রাক রেখে চালক ও তার সহকারী খাবার খেতে যায়। এই সুযোগে ট্রাকের জানালার কাচ ভেঙ্গে ট্রাক নিয়ে যায় দুবৃত্তরা। পরে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন চালক।

তিনি আরও জানান, গোপনসূএে খবর পেয়ে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সিলিন্ডারসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সিলিন্ডার কেনা-বেচার দায়ের আকতার হোসেন নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আকতার হোসেন এরআগেও চোরাই মালামাল কেনা-বেচার সঙ্গে জড়িত ছিলো। তার তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ