Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ৭:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে বাবা-ছেলে। মঙ্গলবার সকালে পাঁকা ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে তাদের উদ্ধারে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী ঘটনাস্থলে পৌঁছলেও তাদের উদ্ধার করতে পারেনি। সনিখোঁজরা হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাঁকা গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে মো. সাহাবুদ্দিন (৫২) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (১৯)। পাঁকা ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে সাহাবুদ্দিন ও তার ছেলে আব্দুল্লাহ প্রতিদিনের মত পদ্মা নদীতে ছোট ডিঙ্গি নৌকা (বাড্ডি) নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে প্রবল স্রোতে পড়ে নৌকাটি ডুবে যায় এবং পিতা-পুত্র নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া । তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে আসলে উদ্ধার অভিযান শুরু করবে। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.সাবের আলী জানান,যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করা হবে। তিনি আরও জানান,প্রবল স্রোতের কারনে উদ্ধার কার্যক্রম বিলম্ব হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ