গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে খুলশী থানাধীন ‘সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসা ও মসজিদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব চত্বরে শীর্ষ ওলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষক ও ছাত্রদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যেখানে মসজিদ মাদরাসার উন্নয়নে আন্তরিক, সেখানে ইসলাম বিদ্বেষী একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে মসজিদ মাদরাসা নিয়ে ষড়যন্ত্র করছে। কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা লোকমান হাকীম, মাওলানা ফোরকানুল্লাহ খলিল, মাওলানা জান্নাতুল ইসলাম, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আবদুল জাব্বার, মাওলানা আলী ওসমান, ‘সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।