Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতিজার মৃত্যুর খবর শুনে ফুপুর মৃত্যু

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ২:৫১ পিএম

ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে ভাতিজা মো. রমজান আলী রঞ্জনের (২১) মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ফুপু রাবেয়া বেগম (৪৫) মারা গেছেন।
নিহত কলেজছাত্র মো. রমজান আলী রঞ্জন একই এলাকার মো. আবু সায়েদ মিয়ার ছেলে ও ফুপু রাবেয়া বেগম উপজেলার কাওয়ালীপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল শুক্রবার দিনরাত রাত ১২টার দিকে উপজেলার বাগবাড়ি জালসা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় আহত হন গৃহকর্তাসহ তিনজন।
এলাকাবাসী জানান, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে বাগবাড়ি জালসা গ্রামের মো. আবু সায়েদের বাড়িতে ৭-৮ সদস্যের সশস্ত্র এক ডাকাতদল হানা দেয়।
এসময় গৃহকর্তা মো. আবু সায়েদ মিয়া তার ছেলে কলেজছাত্র মো. রমজান আরী রঞ্জন ও মেয়ে শারমিন আক্তার ঘর থেকে বের হলে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরের ভেতর তল্লাশি শুরু করে।
এরপর তারা ঘরের সিন্দুক ও আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করতে থাকে। এসময় রমজান আলী রঞ্জন ও তার বাবা মো. আবু সায়েদ তাদের লুটপাটে বাঁধা দিলে ডাকাতরা পেছন থেকে ওই কলেজছাত্রকে ছুরিকাঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাত

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ