মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের চন্দ্রযান-২ এর রোভার বিক্রম চাঁদের মাটিতে সজোরে আছড়ে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের যে এলাকায় বিক্রম-এর অবতরণ করার কথা নিজেদের মহাকাশযান থেকে সেই এলাকার তোলা ছবি বিশ্লেষণ করে নাসা এই তথ্য জানিয়েছে। তবে এসব ছবি অন্ধকারে তোলা হওয়ায় বিক্রম-এর সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থাটি। এমাসের শুরুতে চাঁদে অবতরণের পূর্ব মুহূর্তে ভারতের মূল মহাকাশযানের সঙ্গে বিক্রম-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স¤প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের দ্বিতীয় অভিযান পরিচালনা করে ভারত। গত সাত সেপ্টেম্বর চাঁদের পিঠে অবতরণের কথা ছিল তাদের চন্দ্রযান-২ এর রোভার বিক্রম-এর। কিন্তু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তা। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছিলেন, চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় বিক্রম। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভ‚পৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে ৭ কিমি গতিবেগ থাকার প্রয়োজন ছিল। ফলে সফল অবতরণ হয়নি বলে প্রতীয়মান হয়। এই অভিযান সফল হলে চাঁদে সফল অভিযান চালানো চতুর্থ দেশ হতো ভারত।
শুক্রবার বিক্রম-এর সম্ভাব্য অবতরণ স্থল এর ছবি টুইট করে নাসা। সংস্থাটি জানিয়েছে, এই স্থানটি চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবিস্থত এই এলাকাটি পৃথিবীর একমাত্র উপগ্রহটির তুলনামূলক প্রাচীন এলাকা। যুক্তরাষ্ট্রের সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর তাদের মহাকাশযান লুনার রিকন্নাইসান্স অরবিটার ওই এলাকা অতিক্রমের সময় হাই রেজ্যুলেশনের এসব ছবি তুলেছে। তবে এসব ছবিতে এখনও বিক্রমের অবস্থান শনাক্ত করা যায়নি বলে জানানো হয়েছে। অন্ধকারে এসব ছবি তোলা হওয়ায় ছায়ার নিচে বিক্রম পড়ে থাকতে পারে বলেও সন্দেহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থাটি। অক্টোবরে আলোর মধ্যে এই এলাকার ছবি তোলা সম্ভব হলে বিক্রম এর অবস্থান শনাক্ত করা যাবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।