Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আটক ২

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৪ পিএম

সিলেটের ওসমানীনগরে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ফজরুল ইসলাম (২৯) ও মামুন আহমদকে (৩২) আটক করেছেন পুলিশ। আটককৃতরা হচ্ছে, উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার বিশ‌্বনাথ থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথের নেয়ামতপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করার পর তথ্য নিয়ে দেশীয় পাইপগান, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, ফজরুল ইসলাম ও মামুন আহমদের হেফাজতে অস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিশ‌্বনাথ উপজেলার নেয়ামতপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে ওই দিন বিকেলে ফজরুলের বাড়ির পাশ‌্ববর্তী পুকুরের পানির নিচ থেকে দেশীয় পাইপগান আকৃতির দুটি পাইপ, ৩টি কার্তুজ ও বিভিন্ন ধরণের ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার ককরা হয়। এঘটনায় ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সুজাত মিয়া নামের এক যুবক পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযান চালিয়ে দুস্কৃতিকারীদের আটক করার পর তাদের তথ্যমতে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আটক দু’জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ