Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে তালেবান-চীন বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪২ পিএম

তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গেছেন এবং চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ কর্মকর্তা ড্যাং ঝিজুনের সাথে বৈঠক করেছে। রোববার তালেবানের প্রতিনিধিরা চীনা কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছিল বলে জানিযেছেন কাতারে তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীন৷

সুহায়েল তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাতিল হওয়া আলোচনার বিষয়ে তারা চীনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন৷ চীনের বিশেষ প্রতিনিধি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি আফগানিস্তান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি ভালো কাঠামো এবং তারা এটিকে সমর্থন করে।’ তবে এ দাবির পক্ষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো বক্তব্য পাওয়া যায়নি৷

এর আগে গত জুনেও তালেবানের একটি দল বেইজিং সফরে যায়৷ সেসময় তারা ১৮ বছরব্যাপী চলা এই যুদ্ধের অবসান ঘটাতে আফগানিস্তানের অভ্যন্তরীন আলোচনার উপর জোর দিয়েছিল৷ উল্লেখ্য, ঝিনজয়াং অঞ্চলে আফগানিস্তানের সাথে চীনের একটি সীমান্ত রয়েছে৷ সেখানকার তুর্কিভাষী মুসলিম সম্প্রদায় উইগুরদের সাথে আফগান জঙ্গীদের যোগাযোগ নিয়ে উদ্বিগ্ন চীন৷ সূত্র: ডয়চে ভেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেইজিং

১৫ ফেব্রুয়ারি, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ