Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিশ্রুতি রক্ষায় বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের চাপ

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলঅব ডেস্ক : দক্ষিণ চীন সাগর জুড়ে সামরিক অবস্থান জোরদার না করার প্রতিশ্রুতি বাস্তবায়নে হোয়াইট হাউস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিশ্রুতি রক্ষার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। ওই অঞ্চলে বেইজিংয়ের সাম্প্রতিক সামরিক কর্মকা-ের প্রেক্ষিতে তারা ওয়াশিংটন এ চাপ তৈরি করে। সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টান্যাশনাল স্টাডিজের ফোরামে ক্রিটেনব্রিঙ্ক বলেন, আমরা মনে করি দক্ষিণ চীন সাগর জুড়ে সামরিক অবস্থান জোরদার না করার শি’র অঙ্গীকার একটি ভাল পদক্ষেপ। তিনি আরো বলেন, উত্তেজনা বাড়ে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে আমরা চীনের বন্ধুদের এবং এ অঞ্চলের অন্যান্য দেশকে উৎসাহিত করছি। দক্ষিণ চীন সাগরের ছোট্ট একটি দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র, রাডার গিয়ার ও যুদ্ধ বিমান চীনের মোতায়েন করা নিয়ে এ দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক এ চাপ দেয়ার কথা বললেন। গত সেপ্টেম্বরে রাষ্ট্রীয় সফর চলাকালে শি জোর দিয়ে বলেছিলেন, স্পার্টলি দ্বীপপুঞ্জে সামরিক অবস্থান জোরদার করার চীনের কোন আগ্রহ নেই। উল্লেখ্য, চীনের নাগরিকদের কাছে এ দ্বীপপুঞ্জটি নানশা নামে পরিচিত। এদিকে দ্বীপপুঞ্জটির আংশিক বা পুরোটাই ব্রুনাই, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম তাদের বলে দাবি করে আসছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিশ্রুতি রক্ষায় বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের চাপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ