বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। গতকাল শনিবার বেলা পৌনে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর কাট্টলী থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. মোশারফ হোসেন (৩৫) পটুয়াখালীর বাউফল থানার বিল বিলাশ গ্রামের আব্দুল রবের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর সুকৌশলে লুকানো ১৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও (চট্ট-মেট্রো-ক-০২-২২৭২) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ১৫ লাখ টাকা। আটক মাদক ব্যবসায়ীকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।