Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূর্গাপুরে ডিবি পুলিশের অভিযান ঃ দুইশত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৯ পিএম

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ শুক্রবার রাতে দূর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমীর সামনে অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নূর এ আলম জানান, দূর্গাপুর উপজেলা সদরের বা ঐ পাড়া এলাকার উসমান গণির পুত্র মোঃ ইমরান হোসেন (৩২), মোঃ নাজিম উদ্দিনের পুত্র সাহাব উদ্দিন (২০) ও তৈরী বাজার এলাকার আঃ মান্নানের পুত্র মোঃ আশিক মিয়া (২৪) দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিতিত্তে ডিবি পুলিশের এস আই তপন চন্দ্র বাকালীর নেতৃত্বে একটি টিম গত শুক্রবার রাত ৯টার দিকে দূর্গাপুর উপজেলা সদরের বিরিশিরি কালচারাল একাডেমীর সামনে অভিযান চালিয়ে ইমরান, সাহাব ও আশিককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে আটককৃত বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ