Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় সাবেক এমপির ছেলে রাহিদ মাদকসহ আটক

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০২ পিএম

বগুড়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান পটল ও সংরক্ষিত মহিলা আসনের (বগুড়া-জয়পুরহাট) সাবেক এমপি কামরুন্নাহার পুতুলের ছেলে রাহিদ মোস্তাফিজকে (৪৫) ফেনসিডিলসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০) দিনগত রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রাহিদের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল এবং নগদ ৪৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

রাহিদ দীর্ঘদিন ধরে ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছিল। আটকের পর ফেনসিডিল বিক্রি ও সেবনের কথা স্বীকার করেছে রাহিদ বলেও জানান এসআই ওয়াদুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ