Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

একজন হত্যাকারীর রহস্য উদঘাটনে ১৮ লাখ কর্মকর্তা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৭ পিএম
পৃথিবীতে প্রতিনিয়ত কত ঘটনাই না ঘটছে। এমন অনেক ঘটনা রয়েছে যেগুলোর রহস্য বছরের পর বছর আড়াল থেকে যাচ্ছে, আবার কত ঘটনার রহস্য অনুসন্ধান করতে গিয়ে বছর পেরিয়ে দশকের পর দশক লেগে যাচ্ছে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। কয়েক দশক পেরিয়ে গেলেও আজও জানা যায়নি রহস্য। তবে আশ্চর্যজনক ঘটনা হলো-এই মামলায় তদন্ত করতে গিয়ে এ পর্যন্ত জড়িয়ে গেছেন দেশটির ১৮ লাখ কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার কুখ্যাত এক সিরিয়াল কিলারের এই রহস্য উদঘাটনে প্রায় তিন দশক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে কোরিয়ান পুলিশ। তবে হত্যাকাÐে অংশ নেওয়া এই অপরাধীর নানা বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে এরই মধ্যে সামনে আসতে শুরু করেছে বহু ঘটনা। পুলিশের ধারণা, এবার এর কুলকিনারা করতে পারবেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী এক গ্রামে হত্যাকাÐের শিকার হন ১০ জন নারী। এসব হত্যাকাÐের তদন্ত করতে এখন পর্যন্ত অংশ নিয়েছেন প্রায় ১৮ লাখ তদন্তকারী কর্মকর্তা। ওইসব হত্যাকাÐের ঘটনায় সিরিয়াল কিলার ৫৬ বছর বয়সী লি চুন জে জড়িত রয়েছেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিহত অন্তত তিনজনের ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১৯৯৪ সালে শ্যালিকাকে ধর্ষণ এবং হত্যাকাÐের ঘটনায় যাবজ্জীবন দÐপ্রাপ্ত এই ব্যক্তি এখন কারাগারে আছেন। হত্যাকাÐের দায় অস্বীকার করেছেন তিনি। এই সিরিয়াল কিলার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘মেমোরিস অব মার্ডার’ দেখে তরুণী থেকে ৭০ বছরের বৃদ্ধাকে খুনে উৎসাহ পেতেন বলে জানা গেছে।
কোরিয়ার সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, শ্বাসরোধে খুন করা হয় ওইসব নারীদের। সিরিয়াল কিলার এমন কৌশল অবলম্বন করতেন সব খুনেই।
ওই ১০ খুনের রহস্য উন্মোচনে প্রায় ২১ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আঙুলের ছাপ নেওয়া হয়েছে ২০ হাজার মানুষের।
পুলিশ কর্মকর্তা বান জি সো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দীর্ঘসময় ধরে এসব খুনের ঘটনার কোনো সমাধান না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। রহস্য উদঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ