Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শক ফিরেছে, বেড়েছে নিরাপত্তা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 বারো আউলিয়ার পুণ্যভূমি বন্দরনগরী চট্টগ্রামের দর্শক এমনিতেই ক্রিকেট পাগল। তার উপর টি-২০ ক্রিকেট, তাও আবার বাংলাদেশের ম্যাচ, দর্শকরা কি ঘরে বসে থাকতে পারে। ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার ম্যাচটি দেখার জন্য জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় ১১ হাজার দর্শক হাজির হয়েছিল। ফ্লাডলাইটে অনুষ্ঠিত এ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হলেও বিকেল ৪টা থেকে দর্শকরা গ্যালারীতে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে গ্যালারী দর্শকে ভরে উঠে। জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পেলেই বাংলাদেশ উঠে যাবে ফাইনালে। তাই দর্শকদের আকর্ষণ বেড়ে যায় এ ম্যাচটির দিকে। তার উপর বাংলাদেশ যখন প্রথমে ব্যাট করছে তখন দর্শকদের আগ্রহ আরো বেড়ে যায় ব্যাটিং দেখার জন্য। তখন দর্শকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের দিকে। গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার এ ভেন্যুতে একমাত্র টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সাকিবের এক ভক্ত সীমানা ডিঙিয়ে মাঠে প্রবেশ করলে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠে। তা নিয়ে চলে ব্যাপক সমালোচনা। তাই এবার নিরাপত্তার প্রশ্নে ব্যাপক কড়াকড়ি গ্রহণ করে আয়োজকরা। ফলে ইতিপূর্বেকার চেয়ে আরো অধিক কড়াকড়ির মধ্যে দর্শকদের গ্যালারীতে প্রবেশ করতে হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ