বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুরে নৌকা ডুবিতে নিলিমা লস্কর (১৭) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। এছাড়া এঘটানায় ৬শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ নিলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদীর পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও নিলিমা লস্কর নিখোঁজ হন। আহতদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও একই গ্রামে বলে জানা গেছে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধায় এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান মিলেনি বলে কলেজ অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।